× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাকিস্তান ও চীনের সাথে গঠনমূলক সম্পর্ক চায় আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক।

১২ মে ২০২৫, ১৫:৫৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

আফগানিস্তানের তালেবান নেতৃত্বাধীন সরকার পারস্পরিক শ্রদ্ধা গঠনমূলক সম্পৃক্ততার ভিত্তিতে চীন পাকিস্তানের সঙ্গে আঞ্চলিক সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছে। আজ (১২ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম ডনএর এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, কাবুলে আফগান অভ্যন্তরীণ মন্ত্রী সিরাজুদ্দিন হক্কানির সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের বিশেষ দূত মোহাম্মদ সাদিক চীনের বিশেষ দূত ইউ জিয়াওইং। বৈঠকে হক্কানি বলেন, ইসলামী দৃষ্টিভঙ্গির আলোকে পারস্পরিক শ্রদ্ধা গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমেই অর্থনৈতিক রাজনৈতিক সম্পর্ক, এমনকি আঞ্চলিক সমঝোতাও এগিয়ে নেওয়া সম্ভব।

প্রসঙ্গত, ২০১৭ সালে গঠিত এই ত্রিপক্ষীয় ফোরামের পূর্বের বৈঠকগুলো অনুষ্ঠিত হয়েছিল বেইজিং কাবুলে। সাম্প্রতিক বৈঠককে ফোরামের ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমএক্স’- দেওয়া এক পোস্টে পাকিস্তানের বিশেষ দূত মোহাম্মদ সাদিক জানান, এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ইসলামাবাদে অনুষ্ঠিত পঞ্চম ত্রিপক্ষীয় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফলাফল পর্যালোচনা, আসন্ন ষষ্ঠ পর্যায়ের বৈঠকের প্রস্তুতি এবং রাজনৈতিক অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা।

বৈঠকের অংশ হিসেবে চীন পাকিস্তানের প্রতিনিধিরা আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গেও সাক্ষাৎ করেন। সময় নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক বিষয়াবলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আফগান পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানকে অটুট সমর্থনের প্রতিশ্রুতি দেন।

পরবর্তী বৈঠকে পাকিস্তান চীনের বিশেষ দূতরা আফগান বাণিজ্যমন্ত্রী নুরউদ্দিন আজিজির সঙ্গে বৈঠক করেন। সেখানে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) সম্প্রসারণসহ বিভিন্ন অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে আজিজি বলেন, সুপ্রতিবেশী সম্পর্ক, আঞ্চলিক স্থিতিশীলতা, পারস্পরিক শ্রদ্ধা গঠনমূলক সম্পৃক্ততাকে আমরা ভবিষ্যৎ সম্পর্কের ভিত্তি হিসেবে গুরুত্ব দিচ্ছি।





সূত্রঃ ডন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.