ভারত
ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা থামিয়ে দিয়ে এক ভয়াবহ পরমাণু
যুদ্ধ এড়ানো গেছে—এমন দাবি করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, দুই দেশের মধ্যে সংঘাত বন্ধে তার প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং এটি তাদের এক বড় কৃতিত্ব।
সোমবার
(১২ মে) হোয়াইট হাউসে এক কর্মসূচিতে ট্রাম্প
বলেন, আমরা ভারত ও পাকিস্তানকে পরিষ্কারভাবে
বলে দিয়েছিলাম—যুদ্ধ থামাতে হবে। না হলে বাণিজ্য
বন্ধ করে দেব। আমরা যখন তাদের বললাম, এবার থামো—তখন তারা তৎক্ষণাৎ সংঘাত বন্ধে সম্মত হয়। দুই দেশ তখন পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। ভয়াবহ সেই পরিস্থিতি থামার কোনো লক্ষণ ছিল না।
ট্রাম্প
আরও জানান, ১০ মে, শনিবার,
তাঁর প্রশাসন জরুরি ভিত্তিতে মধ্যস্থতা করে এই সংঘাত বন্ধ
করে দেয়। এই বিষয়টি নিয়েই
তিনি ‘গর্বিত’ বলে মন্তব্য করেন।
এর
আগে, ভারত ও পাকিস্তানের মধ্যে
যুদ্ধবিরতির বিষয়টি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প নিজেই জানান। পরে দুই দেশের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা আসে।