গাজা
থেকে আলোচিত মার্কিন-ইসরায়েলি নাগরিক ইডেন আলেকজান্ডারকে মুক্তি দিয়েছে হামাস। সোমবার (১২ মে) আন্তর্জাতিক
রেড ক্রসের কাছে তাকে হস্তান্তর করা হয়। পরে তিনি নিরাপদে ইসরায়েলে পৌঁছান।
২১
বছর বয়সী আলেকজান্ডারকে হামাসের কাছে জীবিত থাকা একমাত্র মার্কিন নাগরিক বলে উল্লেখ করেছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। তার মুক্তিকে ঘিরে কাতার ও মিশর আশাবাদ
প্রকাশ করেছে যে, এটি চলমান যুদ্ধবিরতির আলোচনায় নতুন গতি আনবে।
মুক্তির
পরপরই ইসরায়েল জানায়, তারা যুদ্ধবিরতি ও গাজায় ত্রাণ
প্রবেশ সংক্রান্ত আলোচনার জন্য আগামী বৃহস্পতিবার (১৫ মে) আবারও
কাতারে প্রতিনিধি দল পাঠাবে।
এর
আগে কূটনৈতিক সূত্রে জানা যায়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগেই আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল।