যুক্তরাষ্ট্রের
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে পৌঁছেছেন। মঙ্গলবার (১৩ মে) মধ্যপ্রাচ্যে
তিন দিনের সফরের অংশ হিসেবে প্রথমে তিনি সৌদি সফরে যান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়,
রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)।
প্রেসিডেন্ট
হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর এটিই ট্রাম্পের
প্রথম সৌদি সফর। সৌদি আরব সফর শেষে তিনি কাতার ও সংযুক্ত আরব
আমিরাতের উদ্দেশে যাত্রা করবেন বলে জানা গেছে।
সৌদির
রাজধানী রিয়াদে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ট্রাম্পের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি সৌদি রাজপরিবারের সদস্যদের প্রতিকৃতির পাশে একটি রাজকীয় কক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় ট্রাম্পের
সঙ্গে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
সূত্রঃ সিএনএন।