× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জম্মু-কাশ্মীরে সেনাবাহিনী ও প্যারামিলিটারির গুলিতে ৩ বন্দুকধারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক।

১৩ মে ২০২৫, ১৬:৪৯ পিএম । আপডেটঃ ১৩ মে ২০২৫, ১৬:৫০ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর অভিযানে তিন বন্দুকধারী নিহত হয়েছে। আজ (১৩ মে) এনডিটিভির প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে এখনও একজন বন্দুকধারী লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

কাশ্মীরের কুলগাম শোপিয়ানের বনাঞ্চল ঘিরেই বন্দুকধারীদের সঙ্গে এই গোলাগুলির ঘটনা ঘটে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে ভারতীয় সেনাবাহিনী প্যারামিলিটারি বাহিনী। প্রায় দুই ঘণ্টা ধরে টানা গোলাগুলি চলে উভয় পক্ষের মধ্যে।

ভারতীয় সেনাবাহিনীর এক্স পোস্টে বলা হয়েছে, “রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী শোপিয়ানের শোয়েকাল কিলারে অভিযানে নামে। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা প্রথমে গুলি চালায়। পরে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালালে তিনজন নিহত হয়। অপারেশন এখনও চলমান রয়েছে।

এর আগে কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারতঅপারেশন সিঁদুরনামে একটি সামরিক অভিযান চালায়। এর পরপরই নতুন করে শোপিয়ানে এই গোলাগুলির ঘটনা ঘটে।

প্রসঙ্গে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিঅপারেশন সিঁদুর’-এর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এই অপারেশন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে এবং সন্ত্রাস দমনে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।







সূত্রঃ এনডিটিভি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.