যুদ্ধবিরতি
কার্যকর থাকলেও ভারত ও পাকিস্তানের মধ্যে
উত্তেজনা কোনোভাবেই কমছে না। পাল্টাপাল্টি হুমকি এবং রাজনৈতিক বক্তব্যে দুই দেশের সম্পর্ক ক্রমেই জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে যে
বক্তব্য দিয়েছেন, তা থেকেই স্পষ্ট
হয়েছে, দুই দেশের সম্পর্ক আপাতত কোনো ইতিবাচক দিকে যাচ্ছে না।
ভারতের
প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সোমবার (১২ মে) দেওয়া
ওই ভাষণে প্রধানমন্ত্রী মোদি সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অপারেশন সিন্দুর শেষ হয়নি, এটি কেবলমাত্র স্থগিত রাখা হয়েছে।
এর
আগে কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক বন্দুক হামলার
ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। এর প্রতিক্রিয়ায় ভারতীয়
সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুর’ নামের একটি অভিযান পরিচালনা করে, যার আওতায় পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের বেশ কয়েকটি ঘাঁটিতে হামলা চালানো হয়। এরপর দু’দেশের মধ্যে
পাল্টাপাল্টি ড্রোন হামলা, সীমান্তে গোলাগুলি এবং বিমান আক্রমণের মতো ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই সংঘাত সাময়িকভাবে
স্থগিত হয়।
প্রধানমন্ত্রী
মোদি তাঁর ভাষণে বলেন, পাকিস্তানকে বুঝতে হবে—এই হামলা শেষ
হয়নি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তান যদি নিজেই কার্যকর কোনো পদক্ষেপ না নেয়, তাহলে
ভারত আবারও একই রকম প্রতিশোধমূলক অভিযানে যাবে। তাঁর ভাষায়, আমরা কেবল প্রতিশোধমূলক পদক্ষেপ স্থগিত করেছি। বাতিল করিনি।
তিনি
আরও বলেন, ভারতের এই সামরিক অভিযান
ছিল কেবল প্রতিক্রিয়া নয়, বরং নীতিগত একটি পরিবর্তনের প্রতিফলন। যেখানেই সন্ত্রাসীদের ঘাঁটি থাকবে, ভারত সেখানেই আঘাত হানবে—এই বার্তা স্পষ্ট
করেছেন তিনি। মোদির মতে, ভারতের এই ড্রোন ও
ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের কল্পনার বাইরে ছিল। শুধু সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করাই নয়, পাকিস্তানের মনোবলেও বড় ধরনের আঘাত
হেনেছে ভারত।
মোদি
তাঁর বক্তব্যে আরও বলেন, ‘অপারেশন সিঁদুর’ ভারত সরকারের সন্ত্রাসবাদ বিরোধী অবস্থানে একটি মতবাদগত পরিবর্তনের নাম। তিনি সাফ জানিয়ে দেন, ভারত কোনো রকম পারমাণবিক হুমকি বা ব্ল্যাকমেইল সহ্য
করবে না।
সূত্রঃ এনডিটিভি।