× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিমান বাহিনীর সদস্যদের উজ্জীবিত করতে হামলায় ক্ষতিগ্রস্ত আদমপুর ঘাঁটিতে মোদি

আন্তর্জাতিক ডেস্ক।

১৩ মে ২০২৫, ১৯:৩৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কয়েক দিন পর, মঙ্গলবার (১৩ মে) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাঞ্জাবের আদমপুর বিমানঘাঁটি পরিদর্শনে যান। এই ঘাঁটিটি সম্প্রতি ১০ মে রাতে পাকিস্তানের বিমান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। সফরের মূল উদ্দেশ্য ছিল সেনাসদস্যদের মনোবল বৃদ্ধি এবং যুদ্ধপরবর্তী পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করা।

সেনাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে মোদি সীমান্তে শান্তি স্থিতাবস্থা বজায় রাখার বিষয়ে আলোচনা করেন। তিনি হামলায় ঘাঁটিটির ক্ষয়ক্ষতি প্রতিরক্ষা প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করেন এবং পাকিস্তানি হামলার জবাবে পরিচালিতঅপারেশন সিন্দুর’-এর সাফল্যে সেনাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অন্যদিকে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ঘোষণা করেছেন যে, আদমপুর বিমানঘাঁটিতে অতিরিক্ত রাফাল যুদ্ধবিমান মোতায়েন করা হবে। সেই সঙ্গে পাকিস্তানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলায় ভারত স্বদেশে তৈরি লেজার ডিফেন্স সিস্টেম স্থাপনের পরিকল্পনাও গ্রহণ করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.