গাজার
দক্ষিণাঞ্চলের খান ইউনিসে অবস্থিত নাসের হাসপাতালে ফের হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। মঙ্গলবার (১৩ মে) ভোরে
চালানো এই হামলায় আহত
হয়ে চিকিৎসাধীন অবস্থায় থাকা এক ফিলিস্তিনি সাংবাদিক
নিহত হয়েছেন। নিহত সাংবাদিক হাসান আসলিহ আলম ২৪ নিউজ আউটলেটের
প্রধান ছিলেন।
খবরটি
নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গাজার
বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, মঙ্গলবার ভোরে নাসের হাসপাতালের সার্জারি ভবনে বোমা হামলা চালিয়ে সাংবাদিক হাসান আসলিহকে হত্যা করে ইসরাইলি বাহিনী। তিনি এর আগে, গত
৭ এপ্রিল ইসরাইলি হামলায় আহত হয়েছিলেন। সেই হামলায় আরও দু’জন নিহত
হয়েছিলেন।
ইসরাইলি
সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করে এক টেলিগ্রাম পোস্টে
দাবি করেছে, নাসের হাসপাতালের ভেতর থেকে হামাস সদস্যরা একটি কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র
পরিচালনা করছিলেন। সেনাবাহিনীর ভাষ্যমতে, রাফাহর উত্তরে খান ইউনিস শহরের ওই স্থাপনাকে লক্ষ্য
করে 'সুনির্দিষ্ট হামলা' চালানো হয়।
অন্যদিকে,
হামাস এক বিবৃতিতে জানিয়েছে,
এই হামলায় সাংবাদিক নিহত ছাড়াও আরও কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। হামাস অভিযোগ করেছে, ইসরাইল বারবার হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোকে
হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করছে, যা আন্তর্জাতিক মানবাধিকার
লঙ্ঘনের শামিল।
সূত্রঃ আলজাজিরা।