ইয়েমেনভিত্তিক
সশস্ত্র গোষ্ঠী হুতির ছোড়া ক্ষেপণাস্ত্র আবারও আতঙ্ক ছড়িয়েছে ইসরাইলে। মঙ্গলবার (১৩ মে) এই
হামলা চালানো হয় বলে জানিয়েছে
ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল।
হামলার
সময় জেরুজালেম, তেলআবিবসহ পশ্চিম তীরের কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাইরেন বাজতেই মানুষজনকে সড়ক, শপিং মল ও রেস্তোরাঁ
থেকে নিরাপদ আশ্রয়ের দিকে ছোটাছুটি করতে দেখা যায়।
তবে
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোঁড়া মিসাইল সফলভাবে ভূপাতিত করা হয়েছে। এখন পর্যন্ত এ হামলায় কোনো
হতাহত বা ক্ষয়ক্ষতির খবর
পাওয়া যায়নি।
এর
আগে গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে নিয়মিতভাবে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হুতি গোষ্ঠী। পাল্টা জবাবে সম্প্রতি ইয়েমেনে বিস্তৃত সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল।
সূত্রঃ দ্য টাইমস অব ইসরায়েল।