× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আবারও ইসরাইলে হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক।

১৪ মে ২০২৫, ১৩:৫৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতির ছোড়া ক্ষেপণাস্ত্র আবারও আতঙ্ক ছড়িয়েছে ইসরাইলে। মঙ্গলবার (১৩ মে) এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল।

হামলার সময় জেরুজালেম, তেলআবিবসহ পশ্চিম তীরের কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাইরেন বাজতেই মানুষজনকে সড়ক, শপিং মল রেস্তোরাঁ থেকে নিরাপদ আশ্রয়ের দিকে ছোটাছুটি করতে দেখা যায়।

তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোঁড়া মিসাইল সফলভাবে ভূপাতিত করা হয়েছে। এখন পর্যন্ত হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে নিয়মিতভাবে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হুতি গোষ্ঠী। পাল্টা জবাবে সম্প্রতি ইয়েমেনে বিস্তৃত সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল।






সূত্রঃ দ্য টাইমস অব ইসরায়েল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.