পাকিস্তানের
হাতে আটক হওয়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর জওয়ান পূর্ণম
কুমার শাকে ফেরত দিয়েছে ইসলামাবাদ। বুধবার (১৪ মে) সকালে
পাঞ্জাবের অমৃতসরের অটারি সীমান্ত চেকপোস্ট দিয়ে তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়।
ভারতীয়
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ২৩ এপ্রিল
পাকিস্তান রেঞ্জার্স তাকে আটক করে। ভারতের দাবি, ওই জওয়ান ‘ভুলবশত’
আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করেছিলেন।
বিএসএফ
এক বিবৃতিতে জানায়, পাকিস্তানের হেফাজতে থাকা পূর্ণম কুমার শাকে ‘শান্তিপূর্ণভাবে এবং প্রটোকল অনুসারে’ ফেরত নেওয়া হয়েছে।
৪০
বছর বয়সী পূর্ণম শা পশ্চিমবঙ্গের হুগলি
জেলার বাসিন্দা এবং পাঞ্জাবের ফিরোজপুরে কর্মরত ছিলেন। তিনি ১৭ বছর ধরে
বিএসএফে দায়িত্ব পালন করছেন। গত ২৩ এপ্রিল
জম্মু ও কাশ্মিরের পেহেলগামে
ভয়াবহ বন্দুকধারীদের হামলার ঠিক একদিন পর তিনি সীমান্ত
পার হন।
সে
হামলায় ২৬ জন প্রাণ
হারান, যার পর ভারত-পাকিস্তান
সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়। এনডিটিভির মতে, এই পরিস্থিতিই জওয়ান
পূর্ণম শার প্রত্যাবর্তন বিলম্বিত করে।
ঘটনার
সময় তিনি ইউনিফর্ম পরিহিত অবস্থায় এবং সরকারি রাইফেলসহ সীমান্ত টহলে ছিলেন। অসাবধানতাবশত সীমান্ত অতিক্রম করায় তাকে আটক করে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী।
ভারতীয়
সংবাদমাধ্যমগুলো বলছে, ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফ জওয়ানদের ভুল করে সীমান্ত পার হওয়ার ঘটনা বিরল নয়। সাধারণত এসব বিষয়ে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সমাধান হয়। তবে এবার পেহেলগাম হামলার কারণে কূটনৈতিক উত্তেজনা বাড়ায় পাকিস্তান দ্রুত সাড়া দেয়নি।
সূত্রঃ এনডিটিভি।