মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি আরবের
ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ
বিন সালমানের মধ্যে মোট ৩০ হাজার কোটি
ডলারের বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিসমূহে জ্বালানি,
প্রতিরক্ষা ও বিভিন্ন খাতে
বিনিয়োগ ও বাণিজ্যের বিষয়
অন্তর্ভুক্ত রয়েছে।
'ইউএস-গালফ সামিট’-এ অংশ নিতে
গত মঙ্গলবার (১৩ মে) সৌদি
আরবে পৌঁছান প্রেসিডেন্ট ট্রাম্প। সম্মেলন শেষে সৌদি নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন তিনি। বৈঠক শেষে বুধবার (১৪ মে) এই
চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।
সোমবার
(১২ মে) এক বিবৃতিতে সৌদি
ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেন,“সৌদি-যুক্তরাষ্ট্র বাণিজ্যিক সম্পর্কের বয়স ৯২ বছর। ২০১৩
সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ১১ বছরে আমাদের
দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৫০ হাজার কোটি
ডলারে পৌঁছেছে। নতুন করে আরও ৩০ হাজার কোটি
ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমাদের লক্ষ্য বাণিজ্য ঘাঁটিকে ৬০ হাজার কোটি
ডলারে উন্নীত করা।”
সৌদির
বিনিয়োগমন্ত্রী এক পৃথক বিবৃতিতে
জানান,“আগামী চার বছরের মধ্যে সৌদি-যুক্তরাষ্ট্র বাণিজ্যকে ৬০ হাজার কোটি
ডলারে পৌঁছানোর লক্ষ্যে কাজ করা হচ্ছে।”
প্রসঙ্গত,
ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাঁর প্রথম
বৈদেশিক সফর ছিল সৌদি আরব। সৌদি নেতৃত্বের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কও সেই সময় থেকেই গড়ে ওঠে।
২০২৪
সালের নির্বাচনে জয়লাভ করে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর, এবার আবার সৌদি সফরের মাধ্যমেই ট্রাম্প তাঁর মধ্যপ্রাচ্যনীতি শুরু করলেন।
সূত্রঃ আনাদোলু এজেন্সি।