× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজায় আরও প্রায় ১০০ ট্রাক ত্রাণ ঢুকবে আজ

আন্তর্জাতিক ডেস্ক।

২০ মে ২০২৫, ১৮:৩৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

দীর্ঘ আড়াই মাস অবরুদ্ধ থাকার পর ইসরায়েল আজ মঙ্গলবার (২০ মে) গাজা উপত্যকায় প্রায় ১০০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে। এর আগে সোমবার মাত্র পাঁচটি ট্রাক প্রবেশ করতে দেয় দখলদার ইসরায়েল, যদিও তারা সংখ্যাটি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ায়।

জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক অফিসের মুখপাত্র জেনস লার্কে আজ জেনেভায় এক সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “আমরা গাজায় আরও ত্রাণ ট্রাক প্রবেশের অনুমতি চেয়েছিলাম এবং আজ সেটি পেয়েছি। সংখ্যাটি গতকালের তুলনায় অনেক বেশি।সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, আজ গাজায় প্রবেশ করতে পারে প্রায় ১০০টি ট্রাক।

গতকাল সোমবার করিম আবু সালেম সীমান্ত ক্রসিং দিয়ে সীমিতসংখ্যক ট্রাক প্রবেশ করলেও, ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করে যে তারা ৯টি ট্রাক ঢুকতে দিয়েছে। কিন্তু জাতিসংঘ জানিয়েছে, প্রকৃত সংখ্যা ছিল মাত্র পাঁচটি।

জেনস লার্কে আরও বলেন, আজকের ত্রাণ ট্রাকগুলোর মধ্যে রয়েছে শিশুদের জন্য খাবার পুষ্টিকর খাদ্যসামগ্রী। এই ত্রাণ বিতরণে আগের কার্যকর পদ্ধতিই অনুসরণ করা হবে। তার ভাষায়, “পরবর্তী ধাপ হলো এসব ত্রাণ সংগ্রহ করে পুরোনো কার্যকর পদ্ধতিতে সাধারণ মানুষের কাছে বিতরণ করা। সেটিই সবচেয়ে বাস্তবসম্মত ফলদায়ী প্রক্রিয়া।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ইসরায়েলি অবরোধের কারণে গাজায় ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। জাতিসংঘ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো এসময় ত্রাণ বিতরণের কাজ করে আসছিল। কিন্তু সম্প্রতি ইসরায়েল যুক্তরাষ্ট্র মিলে একটি নতুন সংস্থা গঠনের উদ্যোগ নেয়, যার মাধ্যমে ত্রাণ বিতরণের কথা বলা হচ্ছে। তবে মানবিক সাহায্য বিশেষজ্ঞদের মতে, এই নতুন পরিকল্পনা কার্যকর নয় এবং তা বাস্তবে ব্যর্থ হওয়ার আশঙ্কাই বেশি।

 

 

 

সূত্র: টাইমস অব ইসরায়েল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.