× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সেনাবাহিনীর সর্বোচ্চ র‌্যাঙ্ক 'ফিল্ড মার্শাল'- এ পদোন্নতি পেলেন পাকিস্তানের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক।

২০ মে ২০২৫, ২০:০০ পিএম

ছবিঃ সংগৃহীত।

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনীরকে পদোন্নতি দিয়ে ফিল্ড মার্শালের মর্যাদা দেওয়া হয়েছেযা দেশটির সেনাবাহিনীর সর্বোচ্চ পদ। মঙ্গলবার (২০ মে) প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বাধীন মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভি।

বার্তাসংস্থা রয়টার্স প্রধানমন্ত্রীর দপ্তরের বরাতে জানিয়েছে, ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক গোলাবর্ষণ মিসাইল হামলার প্রেক্ষাপটে মুনীরেরঅসাধারণ সামরিক নেতৃত্ব কৌশলগত সাফল্যেরস্বীকৃতিস্বরূপ তাকে এই পদোন্নতি দেওয়া হয়েছে।

পিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে সেনাবাহিনীর নেতৃত্বে দৃঢ় অবস্থানের জন্য সরকার তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

চলতি মে মাসের শুরুতে দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমান্তে পাল্টাপাল্টি গোলাবর্ষণ হামলার ঘটনা ঘটে। পরে তা কিছুটা থামলেও উত্তেজনা পুরোপুরি কমেনি। পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনীর অবস্থায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “পাকিস্তান শান্তি চায়, তবে দেশের মর্যাদা সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন হলে পাল্টা জবাব দিতে পিছপা হবে না।

অন্যদিকে ভারতের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, ‘অপারেশন সিঁদুরএখনো শেষ হয়নি, এবং প্রয়োজনে আবারও অভিযান চালানো হতে পারে।

কে এই অসিম মুনীর?

অসিম মুনীর ২০২২ সালের নভেম্বরে পাকিস্তানের ১১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি জেনারেল কামার জাভেদ বাজওয়ার স্থলাভিষিক্ত হন। তার মেয়াদ শুরুতে তিন বছর নির্ধারিত থাকলেও, ২০২4 সালের নভেম্বরে তা বাড়িয়ে পাঁচ বছর করা হয়।

সেনাবাহিনীতে আসার আগে মুনীর পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে পুলওয়ামা হামলার সময় তিনি আইএসআইয়ের নেতৃত্বে ছিলেন। ওই সময়ে ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনা চরমে পৌঁছেছিল এবং মুনীরের গোয়েন্দা ভূমিকা সে সময় গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

ফিল্ড মার্শাল পদে পদোন্নতির মাধ্যমে মুনীর এখন পাকিস্তানের সামরিক ইতিহাসে আরও এক ধাপ উচ্চ আসনে জায়গা করে নিলেন।






সূত্রঃ রয়টার্স, পিটিভি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.