× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘সার্বভৌমত্ব' রক্ষায় পাকিস্তানকে পূর্ণ সমর্থন দেবে চীন

আন্তর্জাতিক ডেস্ক।

২১ মে ২০২৫, ১৩:২২ পিএম । আপডেটঃ ২১ মে ২০২৫, ১৩:২৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

পাকিস্তানের জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দেশটির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। মঙ্গলবার (২০ মে) বেইজিংয়ে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে এই বার্তা দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

এএফপি ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার প্রেক্ষাপটে চীন এই অবস্থান স্পষ্ট করেছে। বৈঠকে ওয়াং বলেন, "চীন দৃঢ়ভাবে পাকিস্তানের সার্বভৌমত্ব ভৌগলিক অখণ্ডতার পক্ষে আছে এবং দুই দেশের মধ্যে যেকোনো মতপার্থক্য শান্তিপূর্ণ উপায়ে মীমাংসার জন্য সংলাপকে উৎসাহিত করে।"

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, “পাকিস্তান হচ্ছে চীনের অত্যন্ত বিশ্বাসযোগ্য, দৃঢ় নির্ভরযোগ্য বন্ধু। সব পরিস্থিতিতে কৌশলগত সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে কাজ চলবে।

পাকিস্তানের পক্ষ থেকেও এই সমর্থনের জন্য চীনকে ধন্যবাদ জানান ইসহাক দার। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে দুই দেশের মধ্যে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি)-এর দ্বিতীয় ধাপ এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, “আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে দুই দেশের মধ্যে অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়েছে।

এছাড়া, সফরকালে ইসহাক দার চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও-এর সঙ্গেও সাক্ষাৎ করেন। বৈঠকে সিপিসি এবং পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে একমত হন দুই নেতা। লিউ জিয়ানচাও বলেন, “চীন সব সময় পাকিস্তানকে কৌশলগত অগ্রাধিকার দিয়ে আসছে, এবং এই সম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে।

উল্লেখ্য, ইসহাক দার তিন দিনের সরকারি সফরে চীনে অবস্থান করছেন। এই সফর এমন এক সময় হচ্ছে, যখন কাশ্মীর সীমান্তে পেহেলগাম হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষের পরও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।






সূত্রঃ এএফপি, ডন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.