× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাকিস্তান-চীন অর্থনৈতিক করিডোরে নতুন সংযোজন আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক।

২১ মে ২০২৫, ১৪:৪৯ পিএম । আপডেটঃ ২১ মে ২০২৫, ১৪:৫৮ পিএম

বুধবার (২১ মে) বেইজিংয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে পাকিস্তান. চীন ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা। ছবি: সংগৃহীত

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারণে একমত হয়েছে চীন, পাকিস্তান আফগানিস্তান। বুধবার (২১ মে) চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত এক ত্রিপাক্ষিক বৈঠকে এই ঐকমত্যে পৌঁছান তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

বৈঠকে অংশ নেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এবং আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতিতে জানানো হয়, ত্রিপাক্ষিক সহযোগিতা প্ল্যাটফর্মকে আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সংযোগ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে চিহ্নিত করেছেন তিন দেশের নেতারা। পাশাপাশি, কূটনৈতিক সম্পৃক্ততা যোগাযোগ বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বাণিজ্য, অবকাঠামো এবং উন্নয়নএই তিনটি খাতে যৌথ পদক্ষেপের মাধ্যমে অংশীদারিত্বপূর্ণ সমৃদ্ধি অর্জনের কথা পুনর্ব্যক্ত করা হয়।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ ফলাফল হলো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্পে আরও গভীর সহযোগিতার অঙ্গীকার এবং সিপিইসি' আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে সম্প্রসারণে সম্মতি।

উদ্যোগকে আঞ্চলিক সংহতি অর্থনৈতিক সম্ভাবনার একটি ইতিবাচক দিক হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল। একইসঙ্গে, বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবিলা এবং অঞ্চলজুড়ে স্থিতিশীলতা উন্নয়ন ত্বরান্বিত করার যৌথ অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

বৈঠকে সিদ্ধান্ত হয়, ত্রিপাক্ষিক এই সংলাপ অব্যাহত থাকবে এবং পরবর্তী (ষষ্ঠ) বৈঠক কাবুলে অনুষ্ঠিত হবে। সুবিধাজনক সময় তারিখে ওই বৈঠকের আয়োজন করা হবে।






সূত্রঃ জিও নিউজ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.