× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমার শিরায় টগবগ করে ফুটছে সিঁদুর- মোদি

আন্তর্জাতিক ডেস্ক।

২২ মে ২০২৫, ১৬:৩৬ পিএম

ছবিঃ সংগৃহীত।।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, রক্ত নয়, তার শিরায় টগবগ করে ফুটছে সিঁদুর। তিনি দাবি করেন, ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে হওয়া হামলার প্রতিশোধ ভারত নিয়েছে মাত্র ২২ মিনিটেই।

বৃহস্পতিবার (২২ মে) রাজস্থানের বিকানেরে এক জনসভায় এসব কথা বলেন মোদি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এদিন পাকিস্তান সীমান্তবর্তী জেলাটিতে আয়োজিত ওই জনসভা থেকেই ভার্চুয়ালি ১০৩টিঅমৃত ভারতরেলস্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের আওতায় ভারতের সহস্রাধিক রেলস্টেশনকে আধুনিক নান্দনিক রূপে গড়ে তোলা হচ্ছে, যার মধ্যে প্রথম ধাপে ১০৩টি স্টেশন প্রস্তুত হয়েছে।

এই রেলস্টেশনগুলোতে ভারতের বিভিন্ন রাজ্যের স্থানীয় শিল্প, সংস্কৃতি ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে উপস্থাপন করা হয়েছে। এই প্রসঙ্গেই মোদি তার বক্তব্যে তুলে আনেন কাশ্মিরের পেহেলগাম হামলা এবং তার পরবর্তী প্রতিক্রিয়াস্বরূপ চালানোঅপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ।

তিনি বলেন, “যারা ভারতের মা-বোনদের কপাল থেকে সিঁদুর মুছে দিতে চেয়েছিল, তাদের মোক্ষম জবাব দেওয়া হয়েছে। ২২ এপ্রিলের সেই হামলার জবাব দেওয়া হয়েছে মাত্র ২২ মিনিটে। ৯টি সন্ত্রাসী ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।মোদি আরও বলেন, “সারা দেশ এবং বিশ্বের শত্রুরা দেখেছে, যখন সিঁদুর বারুদের মতো জ্বলে ওঠে, তখন কী হতে পারে।

সময় আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “রক্ত নয়, আমার শিরায় সিঁদুর টগবগ করে ফুটছে।মোদি দাবি করেন, “ভারত আজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। পেহেলগামে গুলি চলেছিল ঠিকই, কিন্তু সে আঘাত লেগেছে ১৪০ কোটি ভারতীয়র হৃদয়ে। আমরা সন্ত্রাসের মূল ঘাঁটি লক্ষ্য করে আঘাত হেনেছি। সরকার সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে, আর ভারতীয় বাহিনী পাকিস্তানকে মাটিতে নামিয়ে এনেছে।

প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের পর এটিই মোদির প্রথম জনসভা। এর আগে ২০১৯ সালে বালাকোটে ভারতীয় বিমানহানার পরেও তার প্রথম জনসভা হয়েছিল রাজস্থানেরই সীমান্তবর্তী এলাকায়। এবারও একইভাবে, ‘অপারেশন সিঁদুর’-এর পর তিনি রাজস্থান থেকেই তার রাজনৈতিক বার্তা দিলেন।







সূত্রঃ এনডিটিভি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.