× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হুতি'র ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক।

২২ মে ২০২৫, ১৯:২৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

 ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (২২ মে) ভোররাতে চালানো এই হামলার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবে তারা দাবি করেছে, সব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিরোধ করা হয়েছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে জানানো হয়, ভোররাতে প্রথম ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপের পর তেল আবিবসহ ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে সাইরেন বেজে ওঠে। এতে প্রায় ১০ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটে যান। আশ্রয়ে যাওয়ার সময় একজন ব্যক্তি হালকা আঘাত পান বলে জানিয়েছেমাগেন ডেভিড আদমজরুরি পরিষেবা সংস্থা।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ভোর ৩টার দিকে হামলার আগেই নাগরিকদের মোবাইল ফোনে আগাম সতর্কবার্তা পাঠানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দৃশ্য দেখা গেছে।

এরপর দ্বিতীয় দফার হামলা হয় দুপুরের আগে। এটিও প্রতিহত করা হয়। হামলার ফলে জেরুজালেম, পশ্চিম তীরের দক্ষিণাঞ্চল এবং ডেড সি সংলগ্ন এলাকাগুলোতে সতর্ক সাইরেন বেজে ওঠে। আবারও মোবাইল অ্যাপের মাধ্যমে সতর্কবার্তা দেওয়া হয় জনসাধারণকে।

হুতি বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করে জানিয়েছে, তাদের লক্ষ্য ছিল তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর। গোষ্ঠীটি আরও দাবি করেছে, রাতে দুটি ড্রোনও ইসরায়েলের দিকে পাঠানো হয়েছিল।

এর আগে চলতি মাসের শুরুতে এক হুতি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বেন গুরিয়ন বিমানবন্দরের চত্বরে আঘাত হানে। এতে কমপক্ষে জন আহত হন। ওই ঘটনার পর আন্তর্জাতিক কয়েকটি এয়ারলাইন্স ইসরায়েলগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছিল, যদিও পরে কিছু সংস্থা তাদের ফ্লাইট চালু করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.