× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শুধু ক্যামেরার সামনে রক্ত গরম হয় কেন?- মোদিকে রাহুলের প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক।

২৩ মে ২০২৫, ১৪:৫৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত যুদ্ধবিমান ক্ষতির ঘটনায় ভারতের রাজনীতি বর্তমানে চরম উত্তেজনার মধ্যে রয়েছে। রাফালসহ বেশ কয়েকটি সামরিক বিমান প্রযুক্তিগত ক্ষয়ক্ষতি নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধীরা একযোগে সমালোচনায় মুখর হয়েছে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে।

বৃহস্পতিবার (২২ মে) রাতে প্রকাশিত হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, রাজস্থানের বিকানেরের এক জনসভা থেকে পাকিস্তানকে হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রধানমন্ত্রী মোদি। বক্তব্যে তিনি বলেন, “আমার শিরায় রক্ত নয়, টগবগ করে ফুটছে সিঁদুর।তিনি আরও দাবি করেন, ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার বদলা ভারত মাত্র ২২ মিনিটের মধ্যেই নিয়েছে।

প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে কেন্দ্র করে তাকে সরাসরি কটাক্ষ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে রাহুল লেখেন,

মোদিজি, ফাঁকা বক্তৃতা বন্ধ করুন। শুধু বলুন, কেন পাকিস্তানের সন্ত্রাসবাদের ব্যাখ্যা আপনি বিশ্বাস করলেন? কেন ট্রাম্পের সামনে মাথা নত করে ভারতের স্বার্থ বিসর্জন দিলেন? আর কেন শুধু ক্যামেরার সামনেই আপনার রক্ত টগবগ করে?”

তিনি আরও অভিযোগ করেন, মোদি শুধু মিডিয়ার সামনে সাহসী বক্তব্য দেন, বাস্তবে ভারতের সম্মানের সাথে আপস করেন।

রাহুলের ভাষার সঙ্গে সুর মিলিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশও মোদিকে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদি সিনেমার স্টাইলে বক্তৃতা দেন, বাস্তবে তা ফাঁকা বুলি ছাড়া কিছু নয়।

 

 

 

 

 

 

 সূত্রঃ হিন্দুস্তান টাইমস।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.