× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পেটভরে রুটি খাও, নইলে আমার বুলেট তো আছেই- পাকিস্তানকে মোদির হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট

২৭ মে ২০২৫, ১২:৪৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

টানা কয়েকদিনের হামলা-পাল্টা হামলা উত্তেজনার পর ভারত পাকিস্তানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে। তবে সামরিক উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও দুই দেশের নেতাদের বক্তব্যে উত্তাপ এখনো বজায় রয়েছে।

এই প্রেক্ষাপটে পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, "তোমরা শান্তিতে বাঁচো, পেটভরে রুটি খাও। নইলে আমার গুলি (বুলেট) তো আছেই।"

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার (২৭ মে) এক প্রতিবেদনে মোদির এই বক্তব্য তুলে ধরে।

গুজরাটের ভূজে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদি পাকিস্তানের জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “আমি পাকিস্তানের জনগণকে জিজ্ঞেস করতে চাইসন্ত্রাসবাদ থেকে আপনারা কী পেয়েছেন? ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। আর আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন?”

তিনি আরও বলেন, “যদি পাকিস্তান সন্ত্রাসবাদেররোগথেকে মুক্তি চায়, তবে সে দেশের জনগণকেই উদ্যোগী হতে হবে।

এর আগে গুজরাটের দাহোদে আরেক নির্বাচনী জনসভায় মোদিঅপারেশন সিন্দুর”-এর প্রসঙ্গ টেনে বলেন, “যখন কেউ আমাদের বোনদের সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করে, তখন তাদের অস্তিত্বও নিশ্চিহ্ন হয়ে যায়।

তিনি দাবি করেন, “‘অপারেশন সিন্দুরকেবল একটি সামরিক অভিযান নয়, বরং এটি আমাদের ভারতীয় মূল্যবোধ এবং হৃদয়ের গভীর আবেগের প্রতিফলন।








সূত্রঃ এনডিটিভি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.