× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইরানের হামলায় বিধ্বস্ত এলাকায় নেতানিয়াহু

ডেক্স রিপোর্ট ।

১৫ জুন ২০২৫, ২০:০২ পিএম । আপডেটঃ ১৫ জুন ২০২৫, ২০:০২ পিএম

ছবিঃ সংগৃহীত।

ইরানের হামলায় ইসরাইলের বিধ্বস্ত এলাকা বাট ইয়ামে পরিদর্শনে গিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

তিনি বলেছেন, বেসামরিক নাগরিকদের হত্যার জন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে। খবর আলজাজিরার।

নেতানিয়াহু আরও বলেন, আমরা এখানে আছি কারণ আমরা একটি অস্তিত্ব রক্ষার লড়াই করছি এবং আমি মনে করি এখন প্রতিটি ইসরাইলি নাগরিক তা বুঝতে পারছে।

উল্লেখ্য, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

ইসরাইলি কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, ইরানের হামলায় মধ্য ও উত্তর ইসরাইলে অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং আরও বহু মানুষ আহত হয়েছেন।

এদিকে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তেহরানে অন্তত ৮০টি লক্ষ্যবস্তুতে রাতভর হামলা চালানো হয়েছে। এই হামলায় ডজনখানেক ইসরাইলি যুদ্ধবিমান অংশ নেয়। ইরানের রাজধানী তেহরানে টানা তৃতীয় দিনে এ হামলা চালানো হলো।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.