× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ট্রাম্পকে বিদায় করতে আয়োজন করে নামছেন মাস্ক!

আন্তর্জাতিক ডেস্ক।

০১ জুলাই ২০২৫, ২০:১৪ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমর্থক হিসেবেই পরিচিত ছিলেন ইলন মাস্ক। কিন্তু এবার ট্রাম্পের প্রস্তাবিত ব্যয়বহুল কর-বিল নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন এই ধনকুবের। 

সোমবার (১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাস্ক জানিয়েছেন, সিনেটে বিতর্কিত কর-বিল পাস হলে তিনি ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করবেন।

মাস্ক বলেন, ‘যারা খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছেন কিন্তু এই বিপুল ঋণ বাড়ানোর বিলের পক্ষে ভোট দিয়েছেন, তাদের লজ্জায় মাথা হেট করে রাখা উচিত। আমি নিশ্চিত করব, তারা যেন আগামী নির্বাচনের প্রাথমিক পর্বেই বাদ পড়েন।

কিছুক্ষণ পর দেওয়া আরেক পোস্টে মাস্ক বলেন, ‘এই বিল পাস হলে পরদিনই আমি ‘আমেরিকা পার্টি’ গঠন করব। তার দাবি, যুক্তরাষ্ট্রে বর্তমানে কার্যত একদলীয় শাসন চলছে—যাকে তিনি আখ্যা দিয়েছেন ‘পর্কি পিগ পার্টি’ নামে। মাস্কের মতে, সময় এসেছে এমন একটি নতুন রাজনৈতিক শক্তি গঠনের, যারা জনগণের প্রকৃত স্বার্থ নিয়ে কথা বলবে।

এর আগে হোয়াইট হাউসের সরকারি দক্ষতা বিভাগ (DOGE) উদ্যোগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মাস্ক। ট্রাম্পের পুনঃনির্বাচন প্রচারেও তিনি প্রায় ২৭৫ মিলিয়ন ডলার খরচ করেছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রস্তাবিত কর-বিল ঘিরে এই সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে।

মাস্ক অভিযোগ করেছেন, বিলটি পাস হলে দেশের ঋণ ৫ ট্রিলিয়ন ডলার বেড়ে যাবে, যা ‘ঋণের দাসত্ব’ তৈরি করবে। একই সঙ্গে তিনি কংগ্রেস সদস্যদের বিরুদ্ধে প্রচার চালানোরও ঘোষণা দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মাস্কের এই পদক্ষেপ বিশাল আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শীর্ষ ধনকুবেরের নতুন দল গঠনের ঘোষণাটি শুধু ট্রাম্প নয়, পুরো রিপাবলিকান পার্টির জন্যই বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.