× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ক্যালিফোর্নিয়া

আন্তর্জাতিক ডেস্ক।

০৩ জুলাই ২০২৫, ১৭:২৩ পিএম

ছবি: সংগৃহীত

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। দেশটির একটি আতশবাজি তৈরির কারখানায় ব্যাপক বিস্ফোরণ ঘটেছে। এর ফলে বিশাল অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এবং অগ্নিকাণ্ডের ধোঁয়া আকাশের বহু উচ্চতায় ছড়িয়ে গেছে।

বুধবার (০২ জুলাই) মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরের ইয়লো কাউন্টির এসপার্টো এলাকায় মঙ্গলবার (১ জুলাই) বিকেলে একটি আতশবাজি তৈরির কারখানায় ব্যাপক বিস্ফোরণ ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের ফলে বিশাল অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং আকাশে বহুদূর পর্যন্ত ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

ইয়লো কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু পর এসপার্টো এলাকার আতশবাজির কারখানায় বিস্ফোরণ ঘটে। এটি স্যাক্রামেন্টো থেকে প্রায় ৪০ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত।

এসপার্টো ফায়ার প্রটেকশন ডিস্ট্রিক্টের চিফ কার্টিস লরেন্স এক সংবাদ সম্মেলনে বলেন, রাতভর মূল আগুনের চারপাশে নিরাপদ এলাকা নির্ধারণ করে রাখা হবে, একইসঙ্গে আশপাশে ছড়িয়ে পড়া ছোট ছোট আগুনগুলো নেভানোর কাজ চলবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি তীব্র বিস্ফোরণ এবং এরপর একাধিক আতশবাজির মতো শব্দ শোনা যায়। বিস্ফোরণের পরপরই কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয় এবং জরুরি সেবাদানকারী সংস্থাগুলো বহু ফোন কল পেতে শুরু করে।

ইয়লো কাউন্টির অফিস অব ইমার্জেন্সি সার্ভিস নিশ্চিত করেছে যে, ভবনটি ছিল একটি বাণিজ্যিক আতশবাজি উৎপাদন ও সংরক্ষণের কেন্দ্র। উইন্টার্স পুলিশ বিভাগ জানিয়েছে, বিস্ফোরণের সময় একাধিক বড় ধরনের ধ্বংসাত্মক বিস্ফোরণ ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়া অগ্নিনির্বাপণ বিভাগ এটিকে নাম দিয়েছে ওকডেল ফায়ার। এই আগুন দ্রুত আশপাশের ঝোপঝাড় ও গাছপালা বিশেষ করে হাইওয়ে ১৬ ও ওকডেল র্যাঞ্চ লেন এলাকায় ছড়ি পড়ে। এতে অন্তত ৭৮ একর বনভূমি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে এসপার্টো, ম্যাডিসন ও উইন্টার্স এলাকার ফায়ার ইউনিট ছাড়াও ক্যালিফোর্নিয়া অগ্নিনির্বাপণ বিভাগের স্থল ও আকাশপথে সহায়তা ইউনিট অংশ নিয়েছে।

শেরিফ অফিস জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলের চারপাশে এক মাইলজুড়ে এলাকা খালি করে ফেলা হয়। নিরাপত্তার স্বার্থে স্থানীয়দের ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। শেরিফ অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা সবাইকে ঘটনাস্থলের আশপাশ এড়িয়ে চলতে অনুরোধ করছি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.