× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুক্তরাষ্ট্র ‘প্রতারণা’ বন্ধ না করলে কোনো আলোচনা নয়: ইরান

আন্তর্জাতিক ডেস্ক।

০৫ জুলাই ২০২৫, ১৩:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই কূটনৈতিক অঙ্গীকারে সত্যিকারের আন্তরিকতা প্রমাণ করতে হবে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

যুক্তরাজ্যভিত্তিক স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি বলেন, যুক্তরাষ্ট্র যদি পরমাণু আলোচনা ফের শুরু করতে চায়, তবে তাদের আগে প্রমাণ করতে হবে যে তারা প্রকৃত কূটনৈতিক পথে হাঁটতে প্রস্তুত। কূটনীতি যেন প্রতারণা বা মানসিক যুদ্ধের অস্ত্র না হয়।

আলোচনা পুনরায় শুরু হবে কি না এমন প্রশ্নের উত্তরে বাঘায়ি বলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ওমান, কাতারসহ অন্যান্য দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। পরোক্ষ সংযোগ রয়েছে। কূটনীতি কখনো থেমে থাকে না।

চলতি বছরের এপ্রিল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ওমানের মধ্যস্থতায় রোম ও মাসকাটে পাঁচ দফা পরোক্ষ আলোচনা হয়। তবে যুক্তরাষ্ট্রের অবস্থানের বারবার পরিবর্তনে তেহরান হতাশা প্রকাশ করে এবং এসব ‘বৈপরীত্যপূর্ণ বার্তা’ নিয়ে সমালোচনা করে।

এই আলোচনা ১৩ জুন ইসরায়েল কর্তৃক ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের পর বন্ধ হয়ে যায়। টানা ১২ দিন ধরে চলা এই সংঘাতে ইরান পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় তেলআবিব ও হাইফাসহ বিভিন্ন ইসরায়েলি স্থাপনায় আঘাত হানে।

সংঘাতের এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের ফোরর্দো, নাটানজ এবং ইসফাহানে অবস্থিত শান্তিপূর্ণ পরমাণু স্থাপনাগুলোর ওপর হামলা চালায়, যা আন্তর্জাতিক আইন এবং পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

বাঘায়ি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই আগ্রাসন ছিল ইরানের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন। এই ১২ দিনের যুদ্ধ ছিল একতরফা হামলা, যাতে প্রায় এক হাজার ইরানি নিহত হয়েছেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র সত্যিই যদি কূটনীতি চায়, তাহলে তারা কেন ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর অবৈধ হামলা চালাবে? আমাদের পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা দ্বারা নিয়মিত পর্যবেক্ষণের আওতায় রয়েছে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যেকোনো নতুন আগ্রাসনের জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।

বাঘায়ি বলেন, ইরান এরই মধ্যে প্রমাণ করেছে যে, দেশ ও জাতির মর্যাদা রক্ষায় তারা শক্ত হাতে জবাব দিতে প্রস্তুত। আমরা আমাদের সংকল্প ও শক্তি দিয়ে প্রমাণ করেছি জাতিকে রক্ষা করতে আমরা পিছপা হবো না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.