× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজায় ইসরায়েলের হামলায় ৫৬ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক।

০৫ জুলাই ২০২৫, ২১:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলের সেনাবাহিনীর হামলায় ৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে খাদ্য সহায়তা নিতে আসা ৯ জন রয়েছে, যাদের ম্যধে তিনজন শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

গাজার হাসপাতাল সূত্র জানিয়েছে, আজ শনিবার গাজায় ইসরায়েলের সেনাবাহিনী বোমা হামলা চালিয়ে ৫৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এদের মধ্যে অন্তত ৯ জন রাফাহের উত্তরে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) সহায়তা কেন্দ্রের কাছে নিহত হয়েছেন, যার মধ্যে তিন শিশুও রয়েছে। তারা খাদ্য সহায়তা নিতে গিয়েছিল।

জিএইচএফ বিতরণ কেন্দ্রগুলোতে ইসরায়েলি হামলায় অন্তত ৭৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খাবার ও হাসপাতালে সেবা নিতে আসা ফিলিস্তিনিদের লক্ষ করে হামলা চালাচ্ছে ইসরায়েলের সেনারা।

এদিকে হামাস জানিয়েছে, তারা ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবের আলোচনা শুরু করতে প্রস্তুত। এর ফলে গাজার জন্য অত্যন্ত প্রয়োজনীয় সাহায্য পাওয়া যাবে। হামাসের মিত্র ইসলামিক জিহাদ বলেছে, তারা ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির আলোচনার পরিকল্পনাকে সমর্থন করে। তবে এই প্রক্রিয়া স্থায়ী যুদ্ধবিরতির দিকে পরিচালিত করার ‘নিশ্চয়তা’ দাবি করেছে তারা।

এর আগে সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের যান। সেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য জোর দেন। এ ছাড়া আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি আশাবাদ ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি বাস্তবায়নে অবিলম্বে আলোচনায় বসতে প্রস্তুত, হামাসের এমন মন্তব্যের পর এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৭ হাজার ৩৩৮ জন নিহত এবং ১ লাখ ৩৫ হাজার ৯৫৭ জন আহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবরের ইসরায়েলে হামাসের হামলায় অন্তত ১ হাজার ১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশি নাগরিককে বন্দী করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.