× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইয়েমেনে হামলার জবাবে ইসরায়েলে পাল্টা হামলা

আন্তর্জাতিক ডেস্ক।

০৭ জুলাই ২০২৫, ১৭:৪১ পিএম

ছবি: সংগৃহীত

ইয়েমেনের তিন বন্দরে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েলের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠী হুথি। দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল আল মাসিরাহে সম্প্রচারিত এক বক্তব্যে এ তথ্য জানিয়েছেন হুথি মুখাপাত্র ইয়াহিয়া সারি।

তিনি বলেছেন, প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন এয়ারপোর্ট, আশদোদ সমুদ্রবন্দর এবং দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলনের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে লক্ষ্য করে শব্দের চেয়ে ৫গুণ বেশি গতিসম্পন্ন (হাইপারসনিক) ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সেই সঙ্গে দক্ষিণ ইসরায়েলের এইলাদ বন্দরকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে আটটি বিস্ফোরকবাহী ড্রোন।

ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ঠিকমতো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পেরেছে দাবি করে নিজ বক্তব্যে ইয়াহিয়া সারি বলেন, “আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পেরেছে এবং ইসরায়েলি ইন্টারসেপ্টর আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ধ্বংস করতে ব্যর্থ হয়েছে।”

সোমবার ভোরের দিকে ইয়েমেনের হুদায়দাহ, রাস ইসা, ও সাইফ বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ পরে সাংবাদিকদের জানিয়েছেন, ইয়েমেনের হুথি গোষ্ঠীর বিরুদ্ধে ‘অপারেশন ব্ল্যাক ফ্ল্যাগ’ –নামের একটি বিশেষ অভিযান শুরু করেছে আইডিএফ। সেই অবিযানের অংশ হিসেবে চালানো হয়েছে এ হামলা।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু হওয়ার পর গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এবং সেখানে বসবাসরত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক জলপথ লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিস্ফোরক রকেট হামলা শুরু করে ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হুথিরা।

২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত লোহিত সাগরে শতাধিক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে হুথি গোষ্ঠী। তাদের হামলায় এ পর্যন্ত দু’টি জাহাজ ডুবেছে এবং নিহত হয়েছেন চার জন ক্রু।

ইসরায়েল কাৎজ বলেছিলেন, ইসরায়েল এবং লোহিত সাগরে হুথি হামলার জবাব দিতে অপারেশন ব্ল্যাক ফ্ল্যাগ শুরু করেছে আইডিএফ। তবে পাল্টা হামলার পর তিনি কিংবা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা এখনও প্রতিক্রিয়া জানাননি।

সূত্র : আরব নিউজ

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.