× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইউক্রেনে আরো অস্ত্র পাঠানোর ঘোষণা ট্রাম্পের

০৮ জুলাই ২০২৫, ১২:০২ পিএম

ছবি: সংগৃহীত

ইউক্রেনের ওপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এই নিয়ে কয়েক দিন আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি অসন্তোষ প্রকাশ করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউস গত সপ্তাহে কিয়েভে কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করার ঘোষণা দেয়ার পর সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে অতিরিক্ত অস্ত্র পাঠাবে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ‘আমাদের প্রাথমিকভাবে প্রতিরক্ষামূলক আরো অস্ত্র পাঠাতে হবে ইউক্রেনে।’

আমেরিকার প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের ওপর ক্রমাগত হামলা হচ্ছে। সেখানে এর ফলে অনেক মানুষের মৃত্যু হচ্ছে। তিনি বলেন, ‘এই অবস্থায় আমরা ইউক্রেনে আরো কিছু অস্ত্র পাঠাচ্ছি। এতে তারা নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হবে।’

তিনি বলেন, তিনি প্রেসিডেন্ট পুতিনের উপর ‘সন্তুষ্ট নন’।

পুতিন ২০২২ সালে রাশিয়ার এই ছোট প্রতিবেশীকে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করেন এবং ট্রাম্পের চাপ সত্ত্বেও সংঘাত বন্ধে খুব কমই আগ্রহ দেখিয়েছেন।

তিন বছরের যুদ্ধে রাশিয়ার সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখোমুখি হচ্ছে ইউক্রেন এবং অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয়া কিয়েভের জন্য সম্ভাব্য গুরুতর চ্যালেঞ্জ তৈরি করেছে।

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে ওয়াশিংটন ইউক্রেনকে ৬৫ বিলিয়ন ডলারেরও বেশি সামরিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতিবদ্ধ ছিল।

কিন্তু ট্রাম্প দীর্ঘদিন ধরে ইউক্রেনের জন্য সহায়তার বিষয়ে সন্দিহান এবং তিনি প্রতিশ্রুতি অনুসরণ করেননি। তিনি এই বছরের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে কিয়েভের জন্য কোনো নতুন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেননি।

সূত্র : এএফপি

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.