যুক্তরাষ্ট্র আবার ইউক্রেনে সামরিক সরঞ্জাম সরবরাহ শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে, গত সপ্তাহে ওয়াশিংটন কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রের চালান সাময়িকভাবে স্থগিত করেছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এনবিসি নিউজকে জানিয়েছেন, তিনি ন্যাটোর সঙ্গে একটি চুক্তি করেছেন, যার অধীনে ন্যাটোর মাধ্যমে যুক্তরাষ্ট্র প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনে পাঠাবে।
জেলেনস্কি আগেই সতর্ক করেছিলেন যে, এই সরবরাহ বন্ধ হওয়ার ফলে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে।
সরবরাহ স্থগিত হওয়া অস্ত্রের মধ্যে ছিল প্যাট্রিয়ট সিস্টেম ও কামান গোলা।
গত কয়েক সপ্তাহে রাশিয়া ইউক্রেনের শহরগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়ে দিয়েছে, যার ফলে রেকর্ডসংখ্যক বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।
এই হামলার পরিপ্রেক্ষিতে জেলেনস্কি ১০টি প্যাট্রিয়ট সিস্টেমের অনুরোধ করেন। প্যাট্রিয়ট শত্রু ক্ষেপণাস্ত্র সনাক্ত করে তা ভূপাতিত করে এবং এটি বিশ্বের অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বিবেচিত।
ট্রাম্প যে সাম্প্রতিক চুক্তির ঘোষণা দিয়েছেন, তাতে ন্যাটো যুক্তরাষ্ট্র থেকে প্যাট্রিয়ট সিস্টেম কিনে সেগুলো ইউক্রেনে বিতরণ করবে।
সূত্র : বিবিসি।