পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান নতুন একটি রাজনৈতিক দলের সূচনা করেছেন। দলের নাম দিয়েছেন পাকিস্তান রিপাবলিক পার্ট।
গত সোমবার করাচি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দলটির আত্মপ্রকাশ ঘোষণা করেন এবং নতুন দলের লোগো উন্মোচন করেন। রেহাম জানান, সাধারণ মানুষের সমস্যা নিয়ে কাজ করার লক্ষ্যেই তিনি নতুন রাজনৈতিক যাত্রা শুরু করছেন।
তিনি বলেন, তার এই নতুন দল জনগণের সত্যিকারের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চায়। তিনি আইন সংস্কারের পক্ষে কথা বলেন, যা সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও কৃষকদের উপকারে আসবে। রেহামের ভাষায়, ‘পাকিস্তানের জনগণের বাস্তবতা প্রতিফলিত করে এমন নীতি প্রণয়ন জরুরি।
তিনি আরো বলেন, ‘পুরো পাকিস্তানই আমার নির্বাচনী এলাকা। এই মন্তব্যের মাধ্যমে তিনি বর্তমান সরকারের শাসন পদ্ধতির সমালোচনাও করেন। রেহাম জানান, তার এই উদ্যোগ কেবল একটি রাজনৈতিক আন্দোলন নয়, বরং এটি একটি জাতীয় মিশন—পাকিস্তানের জনগণের আশা, মর্যাদা ও প্রতিনিধিত্ব পুনরুদ্ধারের চেষ্টা।
তিনি সাম্প্রতিক ব্যবসায়ীদের ‘শাটার ডাউন’ ধর্মঘটের প্রসঙ্গ টেনে অর্থমন্ত্রীর ভূমিকার সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, ‘কেন সরকার সবকিছু চূড়ান্ত হয়ে যাওয়ার পর আলোচনায় বসে? কেন আগেভাগেই আলোচনা হয় না?
সংবাদ সম্মেলনের পর এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘এটি আপনাদের জন্য। আমাদের ওয়ার্কিং গ্রুপে যোগ দিন। চলুন একসঙ্গে চিন্তা করি, একসঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা করি। ইনশাআল্লাহ।
উল্লেখ্য, রেহাম খান ও ইমরান খানের বিয়ে হয়েছিল ২০১৪ সালে, কিন্তু ১০ মাস পর ২০১৫ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। ২০১৮ সালে রেহাম খান তার আত্মজীবনীমূলক বই ‘রেহাম খান’ প্রকাশ করেন, যেখানে তিনি ইমরানের সঙ্গে দাম্পত্যজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
সূত্র : জিও নিউজ