× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসরায়েলি হামলার আশঙ্কায় ইরান, ইরাককে সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক।

২১ জুলাই ২০২৫, ১২:২২ পিএম

ছবি: সংগৃহীত

ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনার নতুন রাউন্ডের শঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল ক্বানি ইরাকের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে সম্ভাব্য ইসরায়েলি বিমান হামলার বিষয়ে সতর্ক করেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক লং ওয়ার জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বাগদাদে ইরানপন্থি মিলিশিয়া নেতাদের সঙ্গে বৈঠক করেন ক্বানি। এটিকে বিরল ও সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইরাকের অভ্যন্তরে ইসরায়েলি হামলার আশঙ্কা সম্পর্কে তেহরান উদ্বিগ্ন রয়েছে।

ইরানপন্থি গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে আসায়েব আহল আল-হাক, হারাকাত হেজবুল্লাহ আল-নুজাবা, কাতায়িব হেজবুল্লাহ ও কাতায়িব সাইয়্যিদ আল-শুহাদা। তারা সম্প্রতি ইরানের প্রতি সমর্থন জানালেও এখন পর্যন্ত ইরান-ইসরায়েল সংঘাতে সরাসরি সক্রিয় অংশ নেয়নি।

বিশ্লেষকদের মতে, এই সংযমের কারণ তেহরানের ইরাকে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ। প্রতিবেশী দেশটি ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোর হিসেবে ব্যবহৃত হয়, যেখানে প্রতিবছর আনুমানিক এক বিলিয়ন ডলারের অবৈধ তেল আয়ের যোগান আসে। এ ছাড়া দেশটির বিভিন্ন মন্ত্রণালয় ও খাতে এসব সশস্ত্র গোষ্ঠীর প্রভাব রয়েছে।

সম্প্রতি ১২ দিনের যুদ্ধের সময় ইরাকের মাটিতে খুব কম হামলা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল আন-আল-আসাদ ঘাঁটি এবং এরবিলের মার্কিন কনস্যুলেটের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। তবে এসব হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি।

যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী বক্তব্য দেওয়া হয়েছে বারবার, তবুও সশস্ত্র গোষ্ঠীগুলো এখনো নিজেদের অংশগ্রহণকে মূলত বক্তব্য আর বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ রেখেছে।

সূত্র : শাফাক নিউজ

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.