× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক।

২২ জুলাই ২০২৫, ১৩:২৯ পিএম

ছবি: সংগৃহীত

হঠাৎ করেই পদত্যাগ করলেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে সোমবার (২২ জুলাই) রাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠানো এক চিঠিতে পদত্যাগপত্র জমা দেন তিনি।

চিঠিতে ধনকড় জানিয়েছেন, স্বাস্থ্যগত কারণে ও চিকিৎসকদের পরামর্শে তিনি পদত্যাগ করছেন। একইসঙ্গে তিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সব কেন্দ্রীয় মন্ত্রী ও সংসদ সদস্যদের প্রতি ধন্যবাদজ্ঞাপন করেন।

তিনি জানান, নিজের মেয়াদকালে তিনি প্রধানমন্ত্রীর সহযোগিতা ও সমর্থন পেয়েছেন। দায়িত্বপালন করতে গিয়ে অনেক কিছু শিখেছেন। উপরাষ্ট্রপতি থাকাকালীন তিনি ভারতের অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি ও তাৎপর্যপূর্ণ উন্নয়ন প্রত্যক্ষ করেছেন। এই উন্নয়নে যোগদান করতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন বলে জানিয়েছেন ধনখড়।

২০২২ সালের ০৭ আগস্ট ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন জগদীপ ধনখড়। এর আগে তিনি পশ্চিমবঙ্গের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। গত মার্চ মাসে অসুস্থ হয়ে দিল্লির হাসপাতালে ভর্তি হয়েছিলেন খনখড়।

১৯৭৮-৭৯ সালে রাজস্থানের বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে স্নাতক উত্তীর্ণ হন ধনখড়। এরপর আইনজীবী হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন তিনি। দীর্ঘদিন রাজস্থানের হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন তিনি।

ধনখড় ১৯৮৯ সালে রাজনীতিতে যোগ দেন। ওই বছরই তিনি রাজস্থানের ঝুনঝুনু লোকসভা কেন্দ্র থেকে ‘জনতা দলের’ প্রার্থী হয়ে জয়লাভ। করেন। এরপর ১৯৯০ সালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হন। পরে বিধানসভার সদস্যও হন ধনখড়। ২০০৩ সালে তিনি বিজেপিতে যোগ দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.