× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজায় ইসরায়েলের গণহত্যায় নীরবতা অপরাধের সমান : এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক।

২৩ জুলাই ২০২৫, ১৩:২৬ পিএম

ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলের বর্বর হামলা ও গণহত্যা নিয়ে নীরব থাকা মানেই মানবতার বিরুদ্ধে অপরাধের সহযোগী। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইস্তাম্বুলে আয়োজিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন।

এরদোয়ান বলেন, যারা গাজায় গণহত্যার বিষয়ে চুপ থাকছে, তারা এই মানবতাবিরোধী অপরাধে অংশ নিচ্ছে।

তিনি বলেন, গাজার জনগণের ওপর ইসরায়েলের গণহত্যা নাৎসিদের বর্বরতাকেও ছাড়িয়ে গেছে। তুরস্ক এই গণহত্যাকে মানবতার সামনে তুলে ধরতেই থাকবে।

তিনি আরও বলেন, আমাদের প্রধান লক্ষ্য যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি নিশ্চিত করা। পাশাপাশি গাজায় মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করা।

গাজার শিশুদের দুর্দশার কথা উল্লেখ করে এরদোয়ান বলেন, খিদের কারণে গাজায় চর্মসার হয়ে পড়া শিশুদের কষ্ট আমাদেরই কষ্ট।  প্রতিদিন খাবার ও পানি না পেয়ে যেখানে নিরীহ মানুষ মারা যাচ্ছে, সেখানে সামান্য মানবিক বোধ যাদের আছে, তারা এই নিষ্ঠুরতা মেনে নিতে পারে না।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যেন সবাই মানবতার পক্ষ নিয়ে একজোট হয়।

তুরস্কের প্রতিরক্ষা শিল্প নিয়ে এরদোয়ান বলেন, আমরা নিষেধাজ্ঞা, বৈষম্য ও কূটনৈতিক চাপ অতিক্রম করে আজ বৈশ্বিক প্রতিরক্ষা শিল্পে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছি। তিনি জানান, বর্তমানে তুরস্কের প্রতিরক্ষা শিল্পে ৮০ শতাংশের বেশি পণ্য স্থানীয়ভাবে তৈরি হচ্ছে।

ছয় দিনব্যাপী এই মেলায় সাঁজোয়া যান, অস্ত্র, রকেট, ড্রোন (চালকবিহীন আকাশযান), সমরাস্ত্র, ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা, মাইন অপসারণ যন্ত্রসহ সামরিক নানা প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। ইস্তাম্বুল ফেয়ার সেন্টার, আতাতুর্ক বিমানবন্দর, ওয়াও হোটেল ও আতাকয় মেরিনায় একযোগে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

২০২৩ সালের জুলাই মাসে মেলার আগের আয়োজনটিও ইস্তাম্বুলেই হয়েছিল। এবারও বিপুল দর্শনার্থীর সমাগম এবং নানা চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.