২০২৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে টানা ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফর শেষ করেই এবার ইংল্যান্ড সফরে যাচ্ছে যুবা টাইগাররা।
আগামী সেপ্টেম্বর মাসে দুই সপ্তাহের জন্য ইংল্যান্ডে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজিজুল হাকিম তামিম ও জাওয়াদ আবরারের নেতৃত্বে এই সিরিজে অংশ নেবে দলটি।
ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। এরপর জিম্বাবুয়েতে স্বাগতিকদের সঙ্গে ও দক্ষিণ আফ্রিকার অংশগ্রহণে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে তারা। সেই সিরিজ শেষ করেই সরাসরি ইংল্যান্ডে পাড়ি দেবে তরুণ টাইগাররা।
ইংল্যান্ড সফরের সূচি:
৫ সেপ্টেম্বর: প্রথম ওয়ানডে – হাসলেগ্রেভ গ্রাউন্ড, লাফবোরো
৭ সেপ্টেম্বর: দ্বিতীয় ওয়ানডে – একই ভেন্যু
১০ সেপ্টেম্বর: তৃতীয় ওয়ানডে – সিট ইউনিক গ্রাউন্ড, ব্রিস্টল
১২ সেপ্টেম্বর: চতুর্থ ওয়ানডে – কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড, বেকেনহ্যাম, লন্ডন
১৪ সেপ্টেম্বর: পঞ্চম ও শেষ ওয়ানডে – একই ভেন্যু