× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভবিষ্যতে স্পষ্ট হয়ে যাবে শহীদদের রক্ত বৃথা যায়নি: আয়াতুল্লাহ খামেনি

আন্তর্জাতিক ডেস্ক।

২৬ জুলাই ২০২৫, ১৮:৫১ পিএম

ছবি: সংগৃহীত

ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি বলেছেন, শহীদ বিজ্ঞানী ও সামরিক কমান্ডারদের রক্ত বিফলে যাবে না, বরং ভবিষ্যতে ইরানের সামরিক ও বৈজ্ঞানিক অগ্রগতি আরও দ্রুত হবে।

স্থানীয় সময় গতকাল শুক্রবার (২৫ জুলাই) এক বার্তায় তিনি এসব কথা বলেন, যা ইসরায়েলি হামলায় শহীদ হওয়া ইরানি বিজ্ঞানী ও উচ্চপদস্থ সামরিক কমান্ডারদের ৪০তম দিনে প্রকাশ করা হয়।

বার্তায় তিনি বলেন, ‘দুষ্ট ও শপথভঙ্গকারী ইহুদিবাদী শত্রু ইরানি জাতির ওপর আঘাত হেনেছে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ বাকেরি, লেফটেন্যান্ট জেনারেল হোসেইন সালামি ও মেজর জেনারেল আমির-আলী হাজিজাদেহর অনুপস্থিতি যে কোনো জাতির জন্যই কঠিন একটি ক্ষতি। তবে এই স্বল্পদৃষ্টিসম্পন্ন ও নির্বোধ শত্রু তার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে।’ 

তিনি বলেন, ‘ভবিষ্যতে স্পষ্ট হয়ে যাবে যে শহীদদের রক্ত বৃথা যায়নি। বরং আল্লাহর কৃপায় আমাদের বৈজ্ঞানিক ও সামরিক অগ্রগতি আরও জোরালোভাবে এগিয়ে যাবে।’

আয়াতুল্লাহ খামেনি আরও বলেন, ‘এই শহীদরা এমন এক পথ বেছে নিয়েছিলেন যেখানে শহীদ হওয়া অবাক করার কিছু নয়। তারা তাদের আরাধ্য লক্ষ্য অর্জন করেছেন। তবে তাদের প্রস্থান ইরানি জাতির জন্য অত্যন্ত দুঃখজনক।’

সূত্র: আইআরএনএ

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.