× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজামুখী ত্রাণবাহী জাহাজ-কে আটকে দিল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক।

২৭ জুলাই ২০২৫, ১২:২৪ পিএম । আপডেটঃ ২৭ জুলাই ২০২৫, ১২:২৮ পিএম

ছবি: সংগৃহীত

ইসরায়েলি নৌবাহিনী গত শনিবার (২৬ জুলাই) রাতে গাজা অভিমুখে যাওয়া ত্রাণ ও কর্মীবাহী জাহাজ ‘হান্দালা’ কে তার গন্তব্য থেকে মাত্র ৭০ নটিক্যাল মাইল দূরে আটকে দেয়। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) এর একজন মুখপাত্র সিএনএন-কে জানান, দখলের সময় আমাদের ক্যামেরা অকার্যকর হয়ে যায় এবং সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

একটি ইউটিউব লাইভ স্ট্রিমিংয়ে দেখা যায়, সশস্ত্র সদস্যরা জাহাজে উঠে পড়ে। সেই সময় ডেকের কর্মীরা, সবাই লাইফ জ্যাকেট পরে আত্মসমর্পণের ভঙ্গিতে হাত তুলেছিলেন।

এক কর্মকর্তা ক্যামেরার নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে ঘুরিয়ে দেন। এরপরই লাইভ স্ট্রিম বন্ধ হয়ে যায়।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করে যে, হান্দালাকে (জাহাজের প্রকৃত নাম নাভার্ন) গাজার উপকূলীয় অঞ্চলে অবৈধ প্রবেশ থেকে বিরত রাখা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, জাহাজটি নিরাপদে ইসরায়েলের উপকূলে পৌঁছেছে এবং সব যাত্রী নিরাপদে আছেন।

তবে এই ধরনের অনুমতিহীন প্রচেষ্টা বিপজ্জনক, অবৈধ এবং চলমান মানবিক সহায়তা কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করে।

‘হান্দালা’ নামটি এসেছে একজন জনপ্রিয় ফিলিস্তিনি কার্টুন চরিত্র থেকে। এটি এফএফসি এর অংশ, যারা আগেও সমুদ্রপথে গাজায় ত্রাণ পৌঁছানোর চেষ্টা করেছে। জাহাজটিতে ইউরোপীয় ও ফরাসি পার্লামেন্টের দুই সদস্য এবং মার্কিন শ্রমিক সংগঠনের নেতা ক্রিশ্চিয়ান স্মল উপস্থিত ছিলেন বলে জানায় এফএফসি।

জাহাজ আটকানোর কিছুক্ষণ পর এফএফসি এক বিবৃতিতে জানায়, নিরস্ত্র জাহাজটি শিশুদের খাবার, ডায়াপার, ওষুধ ও ফর্মুলাসহ জরুরি ত্রাণসামগ্রী নিয়ে যাচ্ছিল। ইসরায়েলি বাহিনী জাহাজে উঠে যাত্রীদের অপহরণ করে এবং জাহাজের মালামাল জব্দ করে। জাহাজটি আটকানোর কয়েক ঘণ্টা আগে এফএফসি জানায়, তারা ইসরায়েলি হস্তক্ষেপ এড়াতে মিসরের দিকে অগ্রসর হচ্ছিল। এর আগে এক মাস আগেও এফএফসি-এর আরেকটি জাহাজ ম্যাডলিন। যা জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সহ বিভিন্ন দেশের ত্রাণকর্মী বহন করছিল, একইভাবে আটক হয় এবং যাত্রীদের ইসরায়েল থেকে বহিষ্কার করা হয়।

অস্ট্রেলিয়ান স্বেচ্ছাসেবক তানিয়া সাফি সিএনএনকে দেওয়া এক ভয়েস নোটে বলেন, ‘জাহাজটি ইসরায়েলি ড্রোন দ্বারা ঘিরে ফেলা হয়েছিল। সেসময় লাইভ ফুটেজে ক্রু সদস্যদের লাইফ জ্যাকেট পরে ডেকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।’ তিনি আরো বলেন, ‘আমরা জানি যে ইসরায়েল আমাদের বাধা দিতে পারে, এবং আমরা সেজন্য প্রস্তুত। তবে সেটি হলে তা হবে আন্তর্জাতিক সামুদ্রিক আইনের সরাসরি লঙ্ঘন।’

এফএফসি এর তথ্যমতে, হান্দালায় থাকা ২১ জনের মধ্যে ১৯ জন কর্মী ও ২ জন সাংবাদিক। তারা অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ইতালিসহ বিভিন্ন দেশের নাগরিক। নরওয়ে সরকার নিশ্চিত করেছে, তাদের একজন নাগরিকও জাহাজটিতে ছিলেন।

এফএফসি জানায়, চারজন মার্কিন নাগরিকও ছিলেন জাহাজে। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর একে সেলফি ফ্লোটিলা বলে উল্লেখ করে প্রচেষ্টাটিকে স্টান্ট হিসেবে আখ্যায়িত করেছে। তবে মুখপাত্র এ-ও জানান, আমাদের জন্য মার্কিন নাগরিকদের নিরাপত্তাই সবচেয়ে বেশি অগ্রাধিকার পায় এবং এ বিষয়ে তারা ইসরায়েল সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন।

সূত্র : সিএনএন

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.