× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক।

২৮ জুলাই ২০২৫, ১২:৫১ পিএম

ছবি: সংগৃহীত

ইউক্রেনে সামরিক অভিযানে সহযোগী এশীয় মিত্র উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে রাশিয়া রোববার (২৭ জুলাই) থেকে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালু করেছে।

রাশিয়ার নর্ডউইন্ড এয়ারলাইন্স পরিচালিত প্রথম মস্কো-পিয়ংইয়ং ফ্লাইটটি জিএমটি স্থানীয় সময় বিকেল ৪টায় ছাড়ার কথা এবং আট ঘণ্টা পর উত্তর কোরিয়ার রাজধানীতে অবতরণ করার কথা রয়েছে। নর্ডউইন্ড একসময় ইউরোপের বিভিন্ন পর্যটন গন্তব্যে ফ্লাইট চালাতো। এখন রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে নতুন গন্তব্যে সেবা দিচ্ছে।

এই রুটে একমুখী টিকিটের দাম ধরা হয়েছে ৪৫ হাজার রুবল (প্রায় ৫৭০ মার্কিন ডলার)।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, পিয়ংইয়ং থেকে মস্কো-গামী প্রথম ফ্লাইটটি মঙ্গলবার ছেড়ে যাবে।

রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানায়, এই রুটে মাসে একবার ফ্লাইট চলবে।

এর আগে গত ১৭ জুন দুই দেশ রেল যোগাযোগ পুনরায় চালু করে, যা ২০২০ সালে কোভিড মহামারির সময় বন্ধ হয়ে গিয়েছিল।

গত কয়েক বছরে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক সহযোগিতা নাটকীয়ভাবে বেড়েছে। উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্র ও সৈন্য সরবরাহ করেছে ইউক্রেনে যুদ্ধের জন্য।

গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরের সময় দুই দেশ পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করে।

সূত্র: এএফপি

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.