× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেইজিংয়ে ভারি বৃষ্টিতে ৪৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক।

৩১ জুলাই ২০২৫, ১৬:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

চীনের রাজধানী বেইজিংয়ের ভারি বৃষ্টিতে ৪৪ জনে মৃত্যু হয়েছে ও ৯ জন এখনো নিখোঁজ রয়েছে। এ পরিস্থিতির জন্য তারা প্রস্তুত ছিল না বলে বৃহস্পতিবার স্বীকার করেছে বেইজিং শহরের কর্তৃপক্ষ।

চীনের উত্তরাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকায় গত সপ্তাহ থেকে চলা ভয়াবহ বৃষ্টি ও বন্যায় ১০ হাজার মানুষ অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছে। 

বেইজিংয়ের গ্রামীণ পার্বত্য অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

গত মঙ্গলবার প্রকাশিত মৃতের সংখ্যা ৩০ থেকে বেড়েছে বলে জানিয়েছেন তারা।

ইজিং পৌরসভার শীর্ষ কর্মকর্তা শিয়া লিনমাও বলেছেন, ‘৩১ জুলাই দুপুর পর্যন্ত পুরো বেইজিংজুড়ে প্রাকৃতিক দুর্যোগে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে ও ৯ জন নিখোঁজ রয়েছে। ২৩ থেকে ২৯ জুলাইয়ের মধ্যে বেইজিংয়ে তীব্র বৃষ্টিপাত হয়েছে, যা উল্লেখযোগ্য প্রাণহানি ও অন্যান্য ক্ষতির কারণ হয়েছে।’

নিহতদের মধ্যে ৩১ জনই বেইজিংয়ের উত্তর-পূর্ব এলাকার তাইশিতুন শহরের একটি বৃদ্ধাশ্রমের বাসিন্দা ছিলেন বলে জানিয়েছেন তিনি।

এর মধ্যে যারা নিখোঁজ রয়েছে তাদের খুঁজে বের করতে কাজ করছে কর্তৃপক্ষ।

শিয়া আরৈ বলেন, ‘বেইজিং পৌর পার্টি কমিটি ও শহর সরকারের পক্ষ থেকে আমি যারা দুঃখজনকভাবে প্রাণ হারিয়েছেন তাদের প্রতি গভীর শোক ও তাদের স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’

তিনি এ দূর্যোগ থেকে ‘গভীর শিক্ষা’ গ্রহণ করবেন বলে জানান। কর্তৃপক্ষের সীমাবদ্ধতা স্বীকার করে তিনি বলেন, ‘চরম আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কবার্তা জারির ক্ষেত্রে আমাদের সক্ষমতা যথেষ্ট নয়।

দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন পরিকল্পনাগুলো এখনও পরিপূর্ণ নয়, বিশেষ করে পার্বত্য অঞ্চলে অবকাঠামোগত উন্নয়নের ঘাটতি রয়েছে।’

বেইজিংয়ের সবচেয়ে ক্ষতিগ্রস্ত মিয়ুন জেলার চীনা কমিউনিস্ট পার্টির স্থানীয় প্রধান ইউ ওয়েইগুও বলেন, ‘চরম আবহাওয়া সম্পর্কে আমাদের জ্ঞান সীমিত ছিল। এ মর্মান্তিক অভিজ্ঞতা আমাদের সতর্ক করেছে যে—মানুষকে অগ্রাধিকার দেওয়া ও জীবনকে গুরুত্ব দেওয়া শুধু একটি স্লোগান নয়, বরং বাস্তব চর্চা হওয়া উচিত।’

সূত্র : এএফপি

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.