গাজায় ইসরায়েলি অভিযানের তীব্র সমালোচনা করে একে ‘গণহত্যা’ বলে মন্তব্য করেছেন পুরস্কারপ্রাপ্ত খ্যাতনামা ইসরায়েলি লেখক ও শান্তিবাদী কর্মী ডেভিড গ্রসম্যান। তিনি বলেছেন, এই শব্দটি তিনি ‘ভগ্ন হৃদয়ে’ ব্যবহার করছেন।
ইতালির প্রভাবশালী দৈনিক লা রেপুবলিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে শুক্রবার গ্রসম্যান বলেন, ‘বহু বছর ধরে আমি গণহত্যা শব্দটি ব্যবহার করতাম। কিন্তু এখন, আমি যে চিত্রগুলো দেখেছি এবং যাদের সঙ্গে কথা বলেছি—তারপর আর এই শব্দ ব্যবহার না করে থাকতে পারছি না।
’ তিনি বলেন, ‘এই শব্দটি যেন একটি তুষারধসের মতো। একবার উচ্চারণ করলে সেটি বড় হয়, আরো ধ্বংস ও যন্ত্রণার ভার নিয়ে আসে। আমি এই শব্দটি বিশাল কষ্ট ও ভেঙে পড়া হৃদয় নিয়ে বলছি।’
ডেভিড গ্রসম্যানের লেখা বহু ভাষায় অনুবাদ হয়েছে এবং তিনি আন্তর্জাতিক পর্যায়ে বহু সাহিত্য পুরস্কার পেয়েছেন।
তার তিন দশকের সাহিত্যকর্মের জন্য ২০১৮ সালে তিনি ইসরায়েলের সর্বোচ্চ সাহিত্য সম্মাননা ইসরায়েল প্রিজি ফর লিটারেচার লাভ করেন। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আজ ইসরায়েল ও দুর্ভিক্ষ—এই দুটি শব্দকে একসঙ্গে উচ্চারণ করতে হচ্ছে, যা আমার কাছে ধ্বংসাত্মক। আমরা তো হলোকাস্ট দেখেছি, মানবিক যন্ত্রণার প্রতি আমাদের তো সংবেদনশীলতা থাকার কথা ছিল।’
মাত্র কয়েকদিন আগেই একটি বড় ইসরায়েলি মানবাধিকার সংস্থাও গাজায় চলমান পরিস্থিতিকে ‘গণহত্যা’ বলে অভিহিত করেছিল, যখন বিশ্বজুড়ে অবরুদ্ধ গাজা উপত্যকায় দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয় নিয়ে উদ্বেগ বাড়ছে।
ডেভিড গ্রসম্যান দীর্ঘদিন ধরেই ইসরায়েল সরকারের সমালোচক হিসেবে পরিচিত। এই সাহসী মন্তব্য আরো একবার তার বিবেকবান লেখকসত্তাকে সামনে এনেছে।
সূত্র : এএফপি