× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইলন মাস্কের টেসলাকে ২৪৩ মিলিয়ন ডলার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক।

০২ আগস্ট ২০২৫, ১৭:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

মার্কিন ধনকুবের ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাকে প্রায় ২৪৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি জুরি শুক্রবার (১ আগস্ট) টেসলাকে এই জরিমানার নির্দেশ দেন।

২০১৯ সালের একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার জন্য কোম্পানির ‘অটোপাইলট’ চালক সহায়ক প্রযুক্তিকে দায়ী করে দায়ের করা এক মামলার প্রেক্ষিতে এ নির্দেশ দেন আদালত। দুর্ঘটনার শিকারদের পরিবারকে ২৪৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অ্যাঙ্গুলো ও লিওনের পরিবারের পক্ষে মামলা পরিচালনা কারী আইনজীবী ড্যারেন জেফ্রি রুসোর মতে জুরি টেসলার সিস্টেমকে আংশিকভাবে দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে করেছেন। কারণ এ দুর্ঘটনায় নাইবেল বেনাভিডেস লিওন নিহত এবং তার প্রেমিক ডিলন অ্যাঙ্গুলো আহত হন।

বাদীর অভিযোগ ছিল যে, এই ঘটনায় অটোপাইলট দোষী। কারণ এ দুর্ঘটনায় লিওন নামের একজন নিহত এবং অ্যাঙ্গুলো আহত হন।

আদালতের নথি অনুযায়ী, জুরি ২০০ মিলিয়ন ডলার শাস্তিমূলক ক্ষতিপূরণ এবং লিওনের পরিবারের জন্য ৫৯ মিলিয়ন ডলার ও অ্যাঙ্গুলোর জন্য ৭০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণমূলক অর্থ প্রদানের নির্দেশ দেন।

রুসো জানান, যেহেতু জুরি টেসলাকে এক-তৃতীয়াংশ দায়ী করেছে, তাই ক্ষতিপূরণমূলক অর্থ কিছুটা হ্রাস পাবে। এই কাটছাঁটের পর জুরির মোট রায়ের আর্থিক প্রভাব দাঁড়াবে ২৪২ দশমিক ৫ মিলিয়ন ডলার। 

রুসো আরও বলেন, রায়ে ন্যায়বিচার সম্পন্ন হয়েছে। জুরি সমস্ত প্রমাণ শুনেছেন এবং আমাদের ক্লায়েন্টদের পক্ষে একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত রায় দিয়েছেন। 

টেসলার আইনজীবীরা জুরির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে।

টেসলা তাদের আইনি দলের মাধ্যমে জানিয়েছে, ‘আজকের রায় ভুল এবং এটি শুধু গাড়ি নিরাপত্তার অগ্রগতি ব্যাহত করবে এবং জীবন রক্ষাকারী প্রযুক্তির উন্নয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে টেসলা ও পুরো শিল্পের প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলবে।’

টেসলা জানিয়েছে, ‘প্রমাণ দেখানো হয়েছে যে, এই দুর্ঘটনার জন্য সম্পূর্ণভাবে চালকই দায়ী ছিলেন। কারণ তিনি গতি অতিক্রম করছিলেন এবং অ্যাক্সেলেটরে পা রেখেছিলেন, যা অটোপাইলটকে নিষ্ক্রিয় করে দেয়। আর তিনি রাস্তায় নজর না রেখে পড়ে যাওয়া ফোন খুঁজছিলেন। স্পষ্ট করে বলতে গেলে, ২০১৯ সালে কোনও গাড়ি কিংবা আজকের কোনও গাড়িই এই দুর্ঘটনা রোধ করতে পারত না। এটি কখনওই অটোপাইলটের ইস্যু ছিল না।

উল্লেখ্য, দুর্ঘটনাকবলিত গাড়িটি ছিল একটি Model S, যা টেসলার স্বচালিত সহায়ক প্রযুক্তি Autopilot দ্বারা সজ্জিত ছিল। রায় অনুযায়ী, টেসলার প্রযুক্তিগত ত্রুটি এবং নিরাপত্তার ঘাটতি এই দুর্ঘটনার জন্য আংশিকভাবে দায়ী। 

এদিকে, টেসলার সিইও ইলন মাস্ক সম্প্রতি রোবোট্যাক্সি ব্যবসা সম্প্রসারণে জোর দিচ্ছেন, যেখানে আরও উন্নত অটোপাইলট প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই রায় সেই উচ্চাকাঙ্ক্ষার পথে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াতে পারে।

সূত্র: রয়টার্স, সিএনবিসি

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.