× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ট্রাম্পের হুমকিকে ‘পাত্তা দিচ্ছে না’ ভারত

আন্তর্জাতিক ডেস্ক।

০৩ আগস্ট ২০২৫, ১৮:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাস্তিমূলক হুমকির পরও ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে। শনিবার (২ জুলাই) রয়টার্সকে এ কথা জানিয়েছে ভারতের দুই সরকারি সূত্র। বিষয়টি সংবেদনশীল হওয়ায় তারা নাম প্রকাশে অনিচ্ছুক।

ট্রাম্প সম্প্রতি ভারতের রপ্তানির ওপর ২৫ শতাংশ নতুন শুল্ক আরোপের পাশাপাশি “ট্রুথ সোশ্যাল”-এ দেওয়া এক পোস্টে রাশিয়ার অস্ত্র ও তেল কেনার কারণে ভারতের বিরুদ্ধে অতিরিক্ত শাস্তির ইঙ্গিত দিয়েছিলেন। শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, তিনি শুনেছেন ভারত আর রাশিয়া থেকে তেল কিনছে না।

তবে ভারতীয় সূত্র জানায়, এখনই কোনো পরিবর্তন আসছে না। এগুলো দীর্ঘমেয়াদি তেল চুক্তি।  রাতারাতি বন্ধ করা যায় না।’

অন্য একজন সূত্র বলেন, রাশিয়া থেকে ভারতের তেল আমদানি বিশ্ববাজারে তেলের মূল্যবৃদ্ধি রোধে সহায়ক হয়েছে, যদিও পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ার তেল খাতে চাপ সৃষ্টি করেছে।

তিনি আরও জানান, ইরান ও ভেনেজুয়েলার তেলের বিপরীতে রাশিয়ার অপরিশোধিত তেল সরাসরি নিষেধাজ্ঞার আওতায় নয় এবং ভারত এটি ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত মূল্যসীমার নিচে কিনছে।

দ্য নিউ ইয়র্ক টাইমসও শনিবার দুইজন নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় শীর্ষ কর্মকর্তার বরাতে জানায়, ভারতের নীতিতে কোনো পরিবর্তন আসেনি।

ভারত সরকারের তরফ থেকে তেল কেনার বিষয়ে রয়টার্সের কাছে কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেওয়া হয়নি।

তবে শুক্রবার এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধীর জয়সওয়াল বলেন, “রাশিয়ার সঙ্গে আমাদের একটি স্থির ও সময়পরীক্ষিত অংশীদারিত্ব রয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের জ্বালানির উৎস নির্ধারণে আমরা বাজারে কী রয়েছে, কী অফার দেওয়া হচ্ছে, এবং বৈশ্বিক পরিস্থিতি কেমন তা বিবেচনা করি।”

হোয়াইট হাউস এ বিষয়ে মন্তব্য জানায়নি।

চলতি বছরে আবার ক্ষমতায় ফিরে আসার পর ইউক্রেন যুদ্ধের অবসানকে প্রধান অগ্রাধিকার হিসেবে নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সম্প্রতি তিনি ক্ষোভ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর ওপর। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যেসব দেশ রুশ তেল কিনছে, সেগুলোর রপ্তানি পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে, যদি মস্কো ইউক্রেনের সঙ্গে একটি বড় শান্তিচুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়।

বর্তমানে রাশিয়া হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা দেশ ভারতের প্রধান তেল সরবরাহকারী, যা ভারতের মোট তেল আমদানির প্রায় ৩৫ শতাংশ।

রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারত প্রতিদিন প্রায় ১৭.৫ লাখ ব্যারেল রাশিয়ান তেল আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ শতাংশ বেশি।

তবে সূত্র জানায়, যদিও ভারত সরকার ট্রাম্পের হুমকিতে বিচলিত নয়, তবুও জুলাই মাসে রুশ তেলের ছাড় কমে যাওয়ার ফলে ভারতের রাষ্ট্রীয় রিফাইনারিগুলো রুশ তেল কেনা বন্ধ করেছে।

এছাড়া রাশিয়ার তেল রপ্তানি কমে যাওয়ার পাশাপাশি চাহিদা স্থির থাকায় রুশ তেলের মূল্যছাড় ২০২২ সালের পর সর্বনিম্নে নেমে এসেছে, যখন প্রথমবারের মতো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি), হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন (এইচপিসিএল), ভারত পেট্রোলিয়াম (বিপিসিএল) এবং ম্যাঙ্গালোর রিফাইনারি (এমআরটিএল) এই চারটি রাষ্ট্রীয় রিফাইনারি গত সপ্তাহে রুশ তেল কেনেনি বলে জানিয়েছেন চারটি পৃথক সূত্র।

নায়ারা এনার্জি, যেটি আংশিকভাবে রুশ প্রতিষ্ঠান রসনেফট-এর মালিকানাধীন এবং রুশ তেলের অন্যতম বড় ক্রেতা সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কবলে পড়েছে।

রয়টার্স গতসপ্তাহে জানায়, নিষেধাজ্ঞার পর নায়ারার প্রধান নির্বাহী পদত্যাগ করেছেন এবং সংস্থার তিনটি তেলবাহী জাহাজ এখনো তাদের পণ্য খালাস করতে পারেনি ইইউ-এর নতুন নিষেধাজ্ঞার কারণে।

সূত্র: রয়টার্স

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.