× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাকিস্তানে ইমরান খানের ডাকা বিক্ষোভ কর্মসূচি বানচাল, ১৪৪ ধারা জারি

আন্তর্জাতিক ডেস্ক।

০৬ আগস্ট ২০২৫, ১০:৪৮ এএম

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দেশজুড়ে বিক্ষোভের ডাক দিলেও তা ব্যাপক ধরপাকড়ের কারণে ব্যাহত হয়েছে। পিটিআই অভিযোগ করেছে, তাদের নেতা-কর্মীদের আন্দোলন ঠেকাতে দেশের বিভিন্ন স্থানে পুলিশ ব্যাপক ধরপাকড় চালিয়েছে। লাহোর থেকে ৩০ জনের বেশি নেতা-কর্মীকে আটক করা হয়েছে এবং আন্দোলন দমনে বিভিন্ন জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

রাষ্ট্রীয় উপহার সংক্রান্ত একটি মামলায় ২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাবন্দী রয়েছেন ইমরান খান। বর্তমানে তিনি আদিয়ালা কারাগারে দুর্নীতির মামলায় সাজা ভোগ করছেন। তাঁর বিরুদ্ধে ৯ মে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবাদ আইনে একাধিক মামলায় বিচার চলছে। আজ তার ডাকে সাড়া দিয়ে দলের নেতা-কর্মীরা রাস্তায় নামলে পুলিশ তাদের বাধা দেয়।

লাহোর পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ফয়সাল কামরান জানান, শহরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করায় ৩০ জনের বেশি পিটিআই কর্মীকে হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে, পিটিআইয়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে পাঞ্জাব পুলিশ তাদের প্রবীণ নেতা রেহানা দারকে টেনেহিঁচড়ে নিয়ে গেছে এবং উত্তর পাঞ্জাবের যুব শাখার সভাপতি রাজা শাহবাজ ভাট্টি পুলিশের হামলায় আহত হয়েছেন।

পিটিআই নেতা আসাদ কায়সার জানান, পাঞ্জাব ও আজাদ কাশ্মীরেও ধরপাকড় শুরু হয়েছে। পাঞ্জাবের গণমাধ্যম শাখার প্রধান শায়ান বাশির দাবি করেছেন, পুলিশ অন্তত ২০০টি অভিযান চালিয়েছে এবং অসংখ্য নেতা-কর্মীকে আটক করেছে। পরে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

সূত্র: ডন

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.