× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৪৩০ ফুট উপর থেকে বাঞ্জি জাম্পিং করলেন ড. জাকির নায়েক

আন্তর্জাতিক ডেস্ক।

০৬ আগস্ট ২০২৫, ১৪:০৪ পিএম

ছবি: সংগৃহীত

৪৩০ উপর থেকে বাঞ্জি জাম্প দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েক। ইন্দোনেশিয়া সফরে গিয়ে বালির সৈকতে তিনি এই বাঞ্জি জাম্প করেন।

ড. জাকির নায়েক নিজেই তার বাঞ্জি জাম্পের ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে বিশ্বজুড়ে তার অনুসারীদের চমকে দিয়েছেন। এ ছাড়া পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৫৯ বছর বয়সী এই বক্তা ধর্মীয় বক্তৃতা ও জনসমক্ষে বিতর্কের জন্য পরিচিত। তবে সম্প্রতি তিনি নানা অ্যাডভেঞ্চারাস কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। বালির সৈকতের একটি প্ল্যাটফর্ম থেকে বাঞ্জি দড়িতে বাঁধা অবস্থায় লাফিয়ে পড়ার মুহূর্তটি তার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তিনি নিজেই শেয়ার করেছেন।

এই সফরে তিনি ক্লিফ জাম্পিং ও ওয়াটার স্লাইডিং-এও অংশ নেন। দেখা গেছে, এসব চ্যালেঞ্জিং কার্যক্রম বেশ উপভোগ করছেন তিনি। এ ছাড়া এর আগেও তিনি অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নিয়েছেন। গত বছর উগান্ডা সফরের সময় তিনি ১৬৫ ফুট উঁচু থেকে বাঞ্জি জাম্পিং করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.