× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বন্ধু বদল করলেন মোদি!

০৯ আগস্ট ২০২৫, ১৯:৩৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কারও অজানা নয়। দুই নেতাই একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। তাদের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে শেয়ার করা সেইসব পোস্টে প্রকাশ পেয়েছে ঘনিষ্ঠতা এবং রাজনৈতিক বোঝাপড়ার চিত্র। তবে সম্প্রতি এই সম্পর্কের মাঝে টানাপোড়েন দেখা যাচ্ছে বলে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি ট্রাম্প প্রশাসন ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে যার জেরে এই সম্পর্কে ফাটল ধরেছে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ভারতের বিভিন্ন পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বসিয়েছে। এই সিদ্ধান্তের পরপরই আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, ভারত যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও বিমান কেনার সিদ্ধান্ত স্থগিত করেছে। যদিও ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্ক আরোপের দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনে কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। ফোনালাপের পর মোদি তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন, যা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক চর্চা শুরু হয়েছে। ওই পোস্টে মোদি পুতিনকে ‘বন্ধু’ আখ্যা দিয়ে জানান, ইউক্রেন পরিস্থিতি নিয়ে পুতিনের কাছ থেকে বিস্তারিত আপডেট পেয়েছেন এবং তাদের মধ্যে দ্বিপক্ষীয় এজেন্ডা ও কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হয়েছে।


পোস্টের শেষভাগে মোদি উল্লেখ করেন, তিনি এ বছরের শেষ দিকে প্রেসিডেন্ট পুতিনকে ভারতে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছেন। ফেসবুকে দেওয়া মোদির ওই পোস্টে ইতোমধ্যে আড়াই লাখের বেশি প্রতিক্রিয়া এসেছে এবং প্রায় ২০ হাজার মন্তব্য জমা পড়েছে যা বিষয়টির গুরুত্ব ও আন্তর্জাতিক আগ্রহকে স্পষ্টভাবে তুলে ধরছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.