গাজা দখলের পরিকল্পনাকে বিপজ্জনক উসকানি আখ্যা দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কড়া নিন্দা জানিয়েছে একাধিক আরব ও মুসলিম দেশ।
আজ শনিবার (৯ আগস্ট) এক যৌথ বিবৃতিতে মিসর, সৌদি আরব ও তুরস্কসহ প্রায় ২০ দেশ এ নিন্দা জানায়।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলের এই পরিকল্পনা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া অবৈধ দখলদারিত্বকে স্থায়ী করা ও বাস্তবতাকে জোরপূর্বক চাপিয়ে দেওয়ার অপচেষ্টা। এই প্রচেষ্টা আন্তর্জাতিক বৈধতার সম্পূর্ণ পরিপন্থী।’
বিবৃতিতে দেশগুলো আরও উল্লেখ করে, গাজা পরিস্থিতির এমন অবনতি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।
এমন পরিস্থিতিতে, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয়।