বাংলাদেশের ফারজানা ফারুক ঝুমু জাতিসংঘ মহাসচিবের জলবায়ু পরিবর্তনবিষয়ক যুব উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
আজ বুধবার (১৩ আগস্ট) জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত এক ঘোষণায় তার নাম আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে ঘোষিত এই তৃতীয় দফার উপদেষ্টা পরিষদের সদস্যদের কার্যক্রম একই দিন থেকে শুরু হয়েছে। এই উদ্যোগ জাতিসংঘের ‘ইউথ ২০৩০ স্ট্র্যাটেজি’ এবং ‘আওয়ার কমন এজেন্ডা’র আওতায় পরিচালিত হচ্ছে।
বিশ্বব্যাপী বিভিন্ন যুব ও জলবায়ু সংগঠন থেকে প্রাপ্ত মনোনয়নের মধ্য থেকে সদস্যদের বাছাই করা হয়েছে। এই উপদেষ্টা পরিষদ জাতিসংঘ মহাসচিবকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বাস্তবভিত্তিক, কার্যকর ও ফলপ্রসূ পদক্ষেপ নেওয়ার বিষয়ে পরামর্শ প্রদান করবেন।
উল্লেখযোগ্যভাবে, ফারজানা এর আগে ইউনিসেফ বাংলাদেশের যুব দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি ২০২১ সালে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ২৬)-এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন।