× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চীনা সেনাদের তাড়ায় মাঝ সমুদ্র থেকে পালালো যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক।

১৪ আগস্ট ২০২৫, ১২:৫০ পিএম

ছবি: সংগৃহীত

বিতর্কিত দক্ষিণ চীন সাগরের স্কারবোরো শোলের কাছে ঢুকে চীনা নৌবাহিনীর তাড়া খেয়ে সরে গেছে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ। গতকাল বুধবার (১৩ আগস্ট) চীনের সামরিক বাহিনী মার্কিন ডেস্ট্রয়ারকে রুখে দেওয়ার দাবিটি করেছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ব্যস্ত জলপথ স্কারবোরো শোলের কাছাকাছি যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ প্রবেশ করলে চীনা নৌবাহিনী তাড়া দেয়। পরে যুদ্ধজাহাজটি সরে যায়।

অপর দিকে মার্কিন নৌবাহিনী জানায়, তাদের কার্যক্রম আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। কয়েকদিন আগে একই জলসীমায় ফিলিপাইনের জাহাজকে তাড়া করার পর এই ঘটনা ঘটল। কয়েক বছর পর এ প্রথমবার দক্ষিণ চীন সাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করল।

বিশ্লেষকদের মতে, বেইজিং পুরো দক্ষিণ চীন সাগর নিজেদের এলাকা দাবি করে আসছে। দ্বীপ ও আশপাশের অঞ্চল নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরেই চীনের বিরোধ চলছে। বার্ষিক ৩ ট্রিলিয়ন ডলারের বেশি বাণিজ্য হওয়া স্কারবোরো শোল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এটি উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

এর আগে গেল সোমবার চীনা উপকূলরক্ষী ফিলিপাইনের জাহাজ বিতাড়নে ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নেওয়ার কথা জানায়। ফিলিপাইনের দাবি, স্কারবোরো শোলের কাছে পৌঁছানো ঠেকাতে চীনা জাহাজ ইচ্ছাকৃতভাবে সংঘর্ষ ঘটায়। 

উল্লেখ্য, ২০১৬ সালে আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনাল রায় দিয়েছিল, চীনের ঐতিহাসিক মানচিত্রের ভিত্তিতে দক্ষিণ চীন সাগরের দাবির কোনো আইনি ভিত্তি নেই। তবে চীন সেই রায় মানেনি।

সূত্র: রয়টার্স

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.