× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনে ফাঁকা গুলিতে শিশুর মৃত্যু, আহত ৯৫

আন্তর্জাতিক ডেস্ক।

১৪ আগস্ট ২০২৫, ১৩:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

পাকিস্তানে স্বাধীনতা দিবস উপলক্ষে আকাশের দিকে ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৯৫ জন। পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দের বরাত দিয়ে বুধবার (১৪ আগস্ট) এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

গণমাধ্যমের দেওয়া তথ্যমতে, পাকিস্তানে স্বাধীনতা দিবস ও নববর্ষের শুরুতে ফাঁকা গুলি চালানো একটি নিত্যনৈমিত্তিক ঘটনা। এতে প্রায়ই হতাহত হওয়ার খবর পাওয়া যায়। অতীতে এ ধরনের উদযাপন নিষিদ্ধ করেছিল পাকিস্তান সরকার। তবে কিছু এলাকায় এখনও এধরণের ঘটনা ঘটে।

ডা. সুমাইয়া সৈয়দ জানান, গুলিতে আহত অন্তত ৯৫ জন মানুষ করাচির তিনটি হাসপাতালে ভর্তি রয়েছে। এদের মধ্যে জিন্নাহ মেডিক্যাল সেন্টারে ৩৩ জন পুরুষ ও ছয়জন নারীকে ভর্তি করানো হয়েছে, যাদের বয়স পাঁচ থেকে ৭৪ বছর। আব্বাসী শহীদ হাসপাতালে ২৫ জন পুরুষ ও ৯ জন নারী আহত অবস্থায় ভর্তি হয়, যাদের বয়স ছয় থেকে ৬৫ বছরের মধ্যে। এ ছাড়া শহীদ মোহতারমা বেনজির ভুট্টো (এসএমবিবি) ট্রমা সেন্টারে চিকিৎসা নিচ্ছেন আহত ২২ জন। তাদের বয়স ছয় থেকে ৫৫ বছরের মধ্যে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

এ ঘটনায় একজন শিশু মারা গেছে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, এ মামলায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডনের দেওয়া তথ্যমতে, এর আগে ছিপা রেসকিউ সার্ভিসের ইনফরমেশন ব্যুরো আহতদের বয়স ও ঘটনাস্থলসহ একটি তালিকা প্রকাশ করে। সেখানে আহত ৭৫ জনের তথ্য উল্লেখ আছে। এদের মধ্যে কমপক্ষে ১৮ জন নাবালক ও ১২ জন নারী রয়েছে। তাদের মধ্যে একজন তিন বছর বয়সী শিশু, দুজন চার বছর বয়সী শিশু এবং একজন ৮২ বছর বয়সী বৃদ্ধা নারীও আছেন।

কোরাঙ্গি, লান্ধি, লিয়ারি, নাজিমাবাদ, গুলশান-ই-ইকবাল, লিয়াকতাবাদ, সোহরাব গঠ, গোলিমারসহ বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। পুলিশ এইসব স্থান থেকে এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করেছে।

সূত্র: দ্য ডন

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.