× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পুতিন-ট্রাম্প বৈঠকে ইউক্রেন নিয়ে চূড়ান্ত সমঝোতা হয়নি

আন্তর্জাতিক ডেস্ক।

১৬ আগস্ট ২০২৫, ১১:৩৫ এএম

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রায় তিন ঘণ্টার বৈঠকেও ইউক্রেন যুদ্ধ থামানোর সমঝোতা হয়নি। শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কার আঙ্করেজের একটি সামরিক ঘাঁটিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ট্রাম্প বৈঠককে ‘ফলপ্রসূ’ বলেছেন। তবে স্বীকার করেছেন, ‘কয়েকটি বড় বিষয়ে আমরা এখনও একমত হতে পারিনি, তবে কিছুটা অগ্রগতি হয়েছে।’ অন্যদিকে পুতিন একে ‘শান্তির সূচনা বিন্দু’ হিসেবে বর্ণনা করে বলেন, স্থায়ী সমাধানের জন্য সংঘাতের ‘মূল কারণগুলো’ দূর করতে হবে।

তবে কোন কোন বিষয়ে অগ্রগতি হয়েছে, সেটি প্রকাশ করেননি দুই নেতা। বৈঠক শেষে তারা সাংবাদিকদের প্রশ্নও নেননি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার হামলার পর এটিই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের প্রথম বৈঠক। ফলে পুতিনের জন্য কূটনৈতিকভাবে এটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

ট্রাম্প জানিয়েছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটো নেতাদের সঙ্গে ফোনে আলোচনার অগ্রগতি নিয়ে কথা বলবেন। তবে যুদ্ধবিরতি বা শান্তি প্রক্রিয়া নিয়ে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

জেলেনস্কি আগেই স্পষ্ট করে দিয়েছেন, রাশিয়ার হাতে তিনি কোনো ভূখণ্ড ছাড়বেন না। বৈঠকের দিনও ইউক্রেনে রুশ হামলায় নতুন করে প্রাণহানি ঘটেছে।

এ বৈঠক থেকে যুদ্ধবিরতির ঘোষণা না আসায় ইউক্রেনের শান্তি এখনো অনিশ্চিতই রয়ে গেছে।

সূত্র : রয়টার্স

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.