× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুদ্ধ বন্ধের দাবিতে রাস্তা আটকে বিক্ষোভ, অচল পুরো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক।

১৭ আগস্ট ২০২৫, ১৬:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধ এবং হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের মুক্তির দাবিতে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এই বিক্ষোভে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে বিভিন্ন স্থানে যান চলাচল বন্ধ করে দিয়েছে, যার ফলে পুরো ইসরায়েলে অচলাবস্থা তৈরি হয়।

সংবাদমাধ্যম 'টাইমস অব ইসরায়েল' জানিয়েছে, বিক্ষোভের কারণে রাস্তা আটকে যান চলাচলে বাধা দেওয়ায় পুলিশ অন্তত ২৫ জনকে আটক করেছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, জনশৃঙ্খলা ভঙ্গ করার জন্য বাণিজ্যিক রাজধানী তেলআবিব থেকে ১১ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা বেশিরভাগ সড়কের যান চলাচল স্বাভাবিক করতে পেরেছে, তবে বিক্ষোভকারীরা জেরুজালেমের দিকে যাওয়া গুরুত্বপূর্ণ 'রুট ১৬' রাস্তাটি এখনও বন্ধ করে রেখেছে।

জিম্মিদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে তাদের মুক্তির জন্য যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে আসছেন। কিন্তু সরকার তাদের দাবি উপেক্ষা করে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা হাতে নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, জিম্মিরা কোনো বন্ধকী বস্তু নয়, যাদের ফেলে রেখে সরকার যুদ্ধ চালিয়ে যেতে পারে। তাদের ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.