পোল্যান্ডে ৩০০ সেনা এবং প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাচ্ছে নেদারল্যান্ডস। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রুবেন ব্রেকেলম্যানস ঘোষণা দিয়েছেন, ‘ন্যাটো অঞ্চল রক্ষা, ইউক্রেনে সরবরাহ রক্ষা এবং রাশিয়ার আগ্রাসন রোধ’ করার জন্য পোল্যান্ডে ৩০০ সেনা এবং প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাচ্ছে তার দেশ।
আল জাজিরা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ।
এর আগে পোলিশ কর্মকর্তারা জানান, গত মঙ্গলবার রাতে পোল্যান্ডের পূর্বাঞ্চলের একটি শস্যক্ষেতে তারা একটি বস্তু পড়ে থাকতে দেখেন যা, শাহেদ ড্রোনের রুশ সংস্করণ হতে পারে। এর পরদিনই বুধবার দেশটিতে সেনা ও আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিল নেদারল্যান্ডস।
পোল্যান্ডের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিএপি এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ড্রোন হামলায় পোল্যান্ডের ইউক্রেন সীমান্তের কাছে ওসিনি গ্রামের বেশ কয়েকটি বাড়ির জানালা ভেঙে গেছে, তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ব্রেকেলম্যানস বুধবার ডাচ পাবলিক ব্রডকাস্টার এনওএসকে বলেছেন, ইউক্রেন সীমান্তবর্তী ন্যাটো-সদস্য দেশটিকে অন্যান্য দেশ যেভাবে সামরিক সহায়তা করছে ঠিক একইভাবে সহায়তা করা হেচ্ছে।
ব্রেকেলম্যানস জোর দিয়ে বলেন, প্যাট্রিয়ট সিস্টেমগুলো পোল্যান্ডে কাজ করবে এবং তার সঙ্গে থাকা ৩০০ সৈন্যের অর্থ এই নয় যে, নেদারল্যান্ডস ইউক্রেনে সৈন্য মোতায়েন করছে বলেও স্পষ্ট করেন তিনি।
এদিকে, চলতি মাসের শুরুতে জার্মানি পোল্যান্ডে পাঁচটি ইউরোফাইটার যুদ্ধ বিমান মোতায়েন করেছে। জার্মান বিমান বাহিনীর একজন মুখপাত্রে বরাতে জার্মানির ডিপিএ সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।
কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট নিউজ আউটলেট জানিয়েছে, রাশিয়ান-বেলারুশিয়ান যৌথ সামরিক মহড়ার আগে যুদ্ধবিমানগুলি মোতায়েন করা হয়েছিল।
ডিপিএ বুধবার জানিয়েছে, জার্মানি রোমানিয়াতেও পাঁচটি ইউরোফাইটার জেট এবং আনুমানিক ২৭০ সৈন্য পাঠিয়েছে।