জাপানের ওকিনাওয়া দ্বীপের উপকূলে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস নিউ অরলিন্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। মার্কিন নৌবাহিনী গতকাল বুধবার স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে।
নৌবাহিনীর একজন মুখপাত্র নিউজউইককে জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি আর ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।
মার্কিন ভূখণ্ডের বাইরে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক আমেরিকান সেনা জাপানে রয়েছে। জাপানে মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি - কয়েক দশক ধরে চলা নিরাপত্তা চুক্তির অংশ, যা কখনো কখনো স্থানীয় জনগণের জন্য হতাশার বিষয় হয়ে দাঁড়ায়।
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দ্বীপপুঞ্জের বৃহত্তম ওকিনাওয়াতে প্রতিটি মার্কিন সশস্ত্র বাহিনীর ‘গ্যারিসন’ রয়েছে। ওকিনাওয়া নৌঘাঁটির কার্যক্রম এক ডজনেরও বেশি গুরুত্বপূর্ণ স্থানে বিস্তৃত। জাপানে ৫২ হাজার মার্কিন সেনার প্রায় দুই-তৃতীয়াংশ দ্বীপজুড়ে অবস্থান করছে।
জাপানি সম্প্রচার এনইচকে অনুসারে, জাপানের উপকূলরক্ষীরা স্থানীয় সময় বিকেল ৫টার পর নিউ অরলিন্স জাহাজে আগুন লাগার খবর জানতে পারে।
অল-নিপ্পন নিউজ নেটওয়ার্কের একজন সংবাদকর্মী, রাত পর্যন্ত আগুন নেভানোর প্রচেষ্টা চালানো দেখিয়েছেন।